আর্জেন্টিনা-নাইজেরিয়াকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না ক্রোয়েশিয়া কোচ
নাইজেরিয়া-আর্জেন্টিনা দুই দলই ক্রোয়েশিয়ার কাছে হেরেছে। কিন্তু পাকেচক্রে এখন দুই দলকেই তাকিয়ে আছে তাদের দিকে। আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয়, তাহলে সব হিসেব নিকেশ বদলে যেতে পারে। এর মধ্যেই ক্রোয়েশিয়া কোচ লাতকো দালিচ ঘোষণা দিয়েছেন, আজ মূল একাদশের অনেককে বিশ্রাম দেওয়া হবে। এটা নিয়ে নাইজেরিয়া নিজেদের অসন্তুষ্টিও জানিয়েছে। তবে যে যাই বলুক, সমালোচনায় কান দিচ্ছেন না দালিচ।
মদচির, রাকিতিচ, মানজুকিচসহ নিয়মিত একাদশের অনেককেই বসিয়ে রাখতে পারে ক্রোয়েশিয়া, এমন একটা আভাস দিয়েছেন দালিচ। নাইজেরিয়া এর মধ্যেই সেটা নিয়ে অসন্তোষ জানিয়ে বলেছে, ক্রোয়েশিয়াকে আরও বেশি খেলোয়াড়সুলভ মানসিকতা দেখানো উচিত। আর্জেন্টিনার কেউ অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
তবে এসব নিয়ে দালিচ একটু বিরক্তই, ‘আমরা আগের দুই ম্যাচে যেভাবে প্রস্তুতি নিয়েছি, আজও সেভাবে নেব। আমরা এখানে এসেছি জেতার জন্য, গোল খাওয়ার জন্য নয়। আর শীর্ষে ওঠার জন্য। অন্যরা কে কী বলল, তাতে আমার কিছু আসে যায় না। আমরা নিজেদের কাজটাই ঠিকঠাক করার চেষ্টা করছি। অন্যরা যদি কেউ কিছু বলে, সেটা তাদের ব্যাপার।’
অবশ্য ক্রোয়েশিয়ার জন্য আজকের ম্যাচটা ছোটোখাটো একটা প্রতিশোধের উপলক্ষও। বিশ্বকাপ বাছাইয়ে আইসল্যান্ডের সঙ্গে একই গ্রুপে ছিল তারা, আইসল্যান্ডের মাঠে শেষ মুহূর্তের গোল খেয়ে হেরে গিয়েছিল। তাতেই সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যায় আইসল্যান্ড, আর ক্রোয়েশিয়া এসেছে প্লে অফ খেলে। আজ কি অন্যরকম কিছু হবে?