• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    জার্মান কর্মকর্তাদের উদযাপনকে জঘন্য বলছেন সুইডেন কোচ

    জার্মান কর্মকর্তাদের উদযাপনকে জঘন্য বলছেন সুইডেন কোচ    

    টনি ক্রুসের শেষ মিনিটের গোল, উল্লাসে মাতোয়ারা জার্মানি, স্তব্ধ সুইডেন। তবে ম্যাচ শেষে সেই উল্লাস রূপ নিল বিশৃঙ্খলায়। রীতিমতো হাতাহাতির পর্যায়ে চলে গেলেন সুইডেন কোচ ও জার্মানির একাধিক কর্মকর্তা। পরে জানা গেছে, জার্মান কর্মকর্তাদের উল্লাসের মাত্রাটা ছিল বেশিই। সুইডেন কোচ ইয়ান অ্যানডারসন বলছেন, দুইজন জার্মান কর্মকর্তার উদযাপনটা ছিল “জঘন্য”। এর প্রতিক্রিয়ায় চুপ করে থাকলে ভেতরে ভেতরে “পুড়ে মরতে হতো” তাকে। 

     

     

    আলরিখ ভইট ও জর্জ বেহলাউকে সুইডিশ বেঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছিল বেশ ক্ষিপ্রভাবে। ফলটাও পেয়েছেন তারা, গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদেরকে নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল ফেডারেশন। 

    “ফুটবলের সঙ্গে এটার কোনই সম্পর্ক ছিল না”, যোগ করেছেন অ্যান্ডারসন। 

    শুধু জার্মান ফেডারেশন নয়, এ ঘটনা নিয়ে তদন্ত করছে ফিফার ডিসিপ্লিনারি কমিটিও। ভইট জার্মানির মিডিয়া কো-অর্ডিনেটর, আর বেহলাউ ব্যাকরুম স্টাফের প্রধান। 

    জার্মান ফুটবল ফেডারেশন, ডিএফবি তাদের এক বিবৃতিতে বলেছে, “ডিএফবি তাদের দুই সহকর্মীকে নিয়ে ওঠা প্রশ্ন ও অখেলোয়াড়সুলভ আচরণের প্রভাব বুঝতে পেরেছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটিকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে এটা ঘোষণা দিচ্ছে, পরের ম্যাচে তারা ডাগ-আউটে থাকবে না।” 

    তবে জার্মানি নক-আউট পর্বে গেলে এই দুইজন ফিরবেন কিনা সেটা নিশ্চিত করেনি ডিএফবি। ফিফাও তাদের তদন্তের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এখনও।