• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মেসিকে নিয়ে গর্বিত সাম্পাওলি

    মেসিকে নিয়ে গর্বিত সাম্পাওলি    

    ছবি-গোল ডটকম

    শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনা ডাগআউটে শুরু হল বাঁধভাঙ্গা উল্লাস। মিনিট দশেক আগেও যেখানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন কোচ হোর্হে সাম্পাওলি, দলকে ঘিরে তখন উদযাপন করলেন তিনিও। নাটকীয় এক ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয়ের পর সাম্পাওলি বলছেন, মেসিকে নিয়ে গর্বিত তিনি।

    ম্যাচের আগেই সাম্পাওলি বলেছিলেন, আর্জেন্টিনার বিপদে ঠিকই জ্বলে উঠবেন মেসি। হয়েছেও তেমনই, দারুণ এক গোলে দলকে এগিয়ে দিয়েছেন মেসিই। পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত। মেসিকে নিজের দলে পাওয়াটা গর্বের ব্যাপার, জানালেন সাম্পাওলি, ‘ম্যাচের পর সে যখন আমাকে জড়িয়ে ধরল, খুব গর্ব হচ্ছিল। তার সাথে এরকম আরও অনেক মুহূর্ত ভাগাভাগি করতে চাই। আমাদের দুজনের একটাই স্বপ্ন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো। সেই লক্ষ্যেই আমরা লড়ে যাচ্ছি।’

    মেসির পায়ে বেশি বেশি বল দিতে হবে, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমনটাই জানিয়েছিলেন সাম্পাওলি। দল সেটা করে দেখানোয় খুশি তিনি, ‘মেসিকে বল দিতে পারলেই সে গোলের সুযোগ তৈরি করতে পারবে। এটা তো আজকে প্রমাণ হয়েই গেলো আবার। এর উল্টোটা এতদিন হয়েছে বলেই আমরা ভালো ফল আনতে পারিনি। পৃথিবীর সেরা ফুটবলার আমাদের আছে, সেটা পূর্ণ ফায়দা তো নিতেই হবে।’

     

     

    এগিয়েই গিয়েও দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ভিএআর থেকে পাওয়া পেনাল্টিতে সমতা ফেরায় নাইজেরিয়া। ওই মুহূর্তে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা খুব ভালোভাবেই জেঁকে বসেছিল সাম্পাওলি ওপর, ‘পেনাল্টির পর খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। এটা আসলে অস্বীকার করব না। লড়াইটা খুব কঠিন ছিল। শেষ পর্যন্ত আমরা জিতেই পরের রাউন্ডে গিয়েছি। আশা করি পরের ম্যাচেও ভালো পারফর্ম করবে দলের সবাই।’

    দ্বিতীয় রাউন্ডে গ্রুপ সির চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।