রেফারি হয়ত দ্বিতীয়বার আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি দিতে চাননি: মিকেল
হয়ত রেফারির এই সিদ্ধান্তে পাল্টে যেতে পারত ম্যাচের ফলাফল। আর্জেন্টিনার ডি বক্সে মার্কো রোহোর হাতে বল লাগার অভিযোগ এলে ভিএআরের সাহায্য নেন রেফারি কুনেত ক্যারিক। তবে শেষ পর্যন্ত পেনাল্টি দেননি তিনি। পেনাল্টি না পাওয়ায় ক্ষুব্ধ নাইজেরিয়া অধিনায়ক ওবি মিকেল কিছুতেই রেফারির এই সিদ্ধান্ত মানতে পারছেন না।
ম্যাচের তখন ৭৭ মিনিট, ১-১ এ সমতা। বল ক্লিয়ার করতে গিয়ে লাফিয়ে ওঠেন রোহো, নাইজেরিয়া আবেদন করে হ্যান্ডবলের। ভিএআরের রিপ্লেতে দেখা যায়, বল রোহোর মাথায় লেগে হাতে লাগে। হাতে লাগাটা ছিল অনিচ্ছাকৃত, এজন্যই রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।
নিশ্চিতভাবেই হ্যান্ডবল করেছিলেন রোহো, অভিযোগ মিকেলের, ‘আমি তো বুঝতেই পারছি না এটা কীভাবে পেনাল্টি না হয়! এটা নিশ্চিতভাবেই হ্যান্ডবল ছিল, পেনাল্টিও। মনে হয় রেফারি প্রথম পেনাল্টি দেওয়ার পর দ্বিতীয়বার পেনাল্টি দিতে চাননি।’
ভিএআরের মতো প্রযুক্তি থাকার পরেও কেন রেফারি এমন ভুল সিদ্ধান্ত দিলেন, সেটাই প্রশ্ন মিকেলের, ‘তিনি তো ভিএআর দিয়ে অনেকক্ষণ দেখলেন ব্যাপারটা। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, বল কি রোহোর হাতে লেগেছে? তিনি বলেছিলেন, হ্যাঁ হাতে লেগেছে! তাহলে পেনাল্টি দিলেন না কেনও? আমরা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না।’
শেষ পর্যন্তসেই রোহোর গোলেই ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নাইজেরিয়া।