• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে চায় জার্মানি"

    "নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে চায় জার্মানি"    

    ছবি-ডেইলি মেইল 

    প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে অপ্রত্যাশিত হার বিশ্বকাপের শুরুতেই খাদের কিনারায় নিয়ে গিয়েছিল জার্মানিকে। সুইডেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯৫ মিনিটে টনি ক্রুসের সেই গোলে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রেখেছে জার্মানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে জোয়াকিম লোর দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে লো বলছেন, শেষ ১৬তে উঠতে নিজেদের ভাগ্য অন্যের হাতে দিতে চান না তিনি।

    আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে অনেকটাই সহজ হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডে ওঠা। ড্র করলেও আশা থাকবে, তবে তখন তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সুইডেন ম্যাচের দিকে। মেক্সিকো জিতলেই কেবল রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়া হবে জার্মানদের।

     

     

    জয় ছাড়া অন্য কোনও ফলাফলের কথা মাথাতেই আনছেন না লো, ‘আমাদের জিততে হবে। অন্য ম্যাচের ফল সবসময়ই জানতে পারব। কিন্তু সেটার দিকে তাকিয়ে লাভ নেই। নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে। আমাদের জিততে হবে এবং সেটা হতে হবে দুই গোলের ব্যবধানে। তাহলেই দ্বিতীয় রাউন্ডের রাস্তা পরিষ্কার হবে অন্য ম্যাচের ফল যাই হোক না কেনও। দলের সবাই এটা জানে, সবাই এভাবেই খেলবে।’

    সুইডেনের বিপক্ষে ক্রুসের সেই জয়সূচক গোলের ওপর জার্মানির উদযাপনটা ছিল চোখে পড়ার মতো। বাধাভাঙ্গা সেই উল্লাসে অবশ্য খানিকটা বিরক্ত হয়েছিল সুইডেন। জয়ের রেশ কাটিয়ে কোরিয়ার ম্যাচের দিকেই সব মনোযোগ দিতে চান লো, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে জয়ের রেশ বেশি সময় ধরে রাখা উচিত না। হ্যাঁ ওই ম্যাচ আমাদের শেষ ১৬র আশা বাঁচিয়ে রেখেছে। কিন্তু ওসব ভুলে যাওয়াই ভালো এখন। সবার লক্ষ্য এখন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা।’

    রাতে গ্রুপ এফ এর শেষ ম্যাচে মুখোমুখি জার্মানি-দক্ষিণ কোরিয়া।