সাম্পাওলি নন, আগুয়েরোকে নামিয়েছিলেন মেসি?
নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে আসছে, একটা গোল খুব করেই দরকার আর্জেন্টিনার। দুইটি বদলি এর মধ্যেই হয়ে গেছে, শেষটা বাকি আছে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির। ৮০ মিনিটে নিকোলাস টালিয়াফিকোর জায়গায় নামলেন সার্জিও আগুয়েরো, এর পরেই আর্জেন্টিনা পেল গোল। যদিও তাতে আগুয়েরোর ভূমিকা নেই। তবে আগুয়েরোকে বদলি করানোটা কিন্তু সাম্পাওলির ট্যাকটিকস নয়, বরং মেসিই সেটা করতে বলেছিলেন কোচকে!
ক্রোয়েশিয়া সঙ্গে হারার পরেই আর্জেন্টিনাকে নিয়ে গুঞ্জন রটনার শেষ নেই। সাম্পাওলির বিরুদ্ধে খেলোয়াড়েরা ক্যু করছেন, নাইজেরিয়ার সঙ্গে ম্যাচ শেষেই সাম্পাওলির জায়গায় দায়িত্ব নেবেন বুরুচাগা... গুজবের শেষ নেই। এর মধ্যে সবচেয়ে বেশি শোনা গেছে, সাম্পাওলির জায়গায় শেষ ম্যাচের দল নির্বাচন করবেন মেসি, মাসচেরানোদের মতো সিনিয়ররা। যদিও এসবের সত্যতা নিয়ে প্রশ্ন ছিলই।
তবে শেষের গুজবটা যে একেবারে অমূলক নয়, কাল সাম্পাওলিই যেন তা দেখিয়ে দিলেন। আগুয়েরোকে নামানোর আগে একটা ভিডিওক্লিপে দেখা গেছে, মেসির নাম ধরে ডাকছেন সাম্পাওলি। কাছে গিয়ে জানতে চাইছেন, ‘কুন, কুন’। কুন আগুয়েরোকে নামানোর জন্যই প্রশ্নটা করা, সেটা বলাই বাহুল্য। মেসি কী বলেছেন, সেটা অবশ্য বোঝা যায়নি। তবে সে কথার দুই মিনিট পরেই টালিয়াফিকোকে তুলে আগুয়েরোকে নামান সাম্পাওলি।
কাল বিরতির সময়ও দেখা গেছে, গোল হয়ে ঘিরে থাকা সতীর্থদের মাঝে মেসি কিছু একটা বলছেন, সবাই মনযোগ দিয়ে শুনছেন তাঁর কথা। পরিস্থিতি যে সবচেয়ে অন্তর্মুখী লোকটাকেও নেতার আসনে নিয়ে আসে, তার বড় একটা প্রমাণ বোধ হয় কালকের ম্যাচেই ছিল।