থিরিমান্নের বড় সেঞ্চুরিতে দ্বিতীয় দিনশেষে চাপে বাংলাদেশ 'এ'
প্রথম আন-অফিশিয়াল টেস্ট
দ্বিতীয় দিনশেষে
শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস ৪৪৯/৮ ডিক্লে. (থিরিমান্নে ১৬৮, আসালাঙ্কা ৯০, আশান ৭০, করুনারত্নে ৬০, খালেদ ৪/৯২, রনি ২/৬৯)
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস ৪৪/২* (সৌম্য ২১, তুষার ১২*, মোসাদ্দেক ৮*)
আগের দিনটা ছিল দুই দলের জন্যই ছিল প্রায় সমান সমান। তবে প্রথম আন-অফিশিয়াল টেস্টের দ্বিতীয় দিনটা শুধুই নিজেদের করে নিয়েছেন শ্রীলঙ্কা ‘এ’ দল। লাহিরু থিরিমান্নের বড় সেঞ্চুরি, ছয় ও সাত নম্বরে নামা চারিথ আসালাঙ্কা ও শাম্মু আশানের ফিফটিতে ৪৪৯ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। জবাবে দিনশেষে ৮ উইকেট নিয়ে ৪০৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ ‘এ’।
আগেরদিন ৪ উইকেটে ১৭১ রানে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা ‘এ’। থিরিমান্নে ৬৬ ও আসালাঙ্কা অপরাজিত ছিলেন ১২ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে থিরিমান্নে করেছেন ১৬৮ রান, প্রথম শ্রেণিতে এটি তার ১৭তম সেঞ্চুরি। রান-আউট হওয়ার আগে আসালাঙ্কা করেছেন ৯০ রান, ৫ম উইকেটে দুইজন মিলে যোগ করেছেন ১৫৬ রান। আসালাঙ্কা ফেরার পর আশানের সঙ্গে থিরিমান্নের জুটি ১১৯ রানের। আগেরদিন ৩ উইকেট পাওয়া খালেদ এদিন পেয়েছেন আর একটি।
৪ চারে ১৭ বলে ২১ রান করা সৌম্য সরকার আউট হয়েছেন দলীয় ২১ রানেই, লাহিরু গামাগের বলে বোল্ড হয়ে। তার ওপেনিং সঙ্গী সাদমান ইসলাম ৪৬ বলে ১ রান করে বোল্ড হয়েছেন আসালাঙ্কার বলে। দিনশেষে অপরাজিত তুষার ইমরানের (১২) সঙ্গী অধিনায়ক মোসাদ্দেক হোসেন (৮)।