• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    কোস্টারিকার সান্ত্বনার ড্র, ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড

    কোস্টারিকার সান্ত্বনার ড্র, ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড    

    কোস্টারিকা এগিয়ে যেতে পারত ম্যাচের ৭ম মিনিটেই। বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমার। ক্যাম্পবেলের বাঁকানো শটটা ফিরিয়েছিলেন দারুণভাবে, এরপর ফেরালেন বোর্গসের হেড। এরপর গ্যামোবার শট। ৩০ সেকেন্ডের ব্যবধানে তিনটি সেভ!

    কোস্টারিকা এগিয়ে যেতে পারত ১১ মিনিটেও। এবার বাধা হয়ে দাঁড়ালো ক্রসবার, কলিনদ্রেসের শটটা ফিরে এলো তাতে লেগেই। সেই সোমার ও ক্রসবার এসে মিলে গেলেন এক বিন্দুতে, কোস্টারিকা এই দুইয়ের মিশেলেই পেলো সান্ত্বনার ড্র। সুইজারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র হয়েছে কোস্টারিকার ম্যাচ, তবে পরের রাউন্ডে গ্রুপ ই থেকে ব্রাজিলের সঙ্গী সুইসরাই। 

    ৯০ মিনিটে পেনাল্টি পেয়েছিল ২-১ গোলে পিছিয়ে থাকা কোস্টারিকা, তবে ভিএআরে সেটা বাতিল হয়ে গেল অফসাইডের কারণে। দুই মিনিট পর আবার পেনাল্টি। রুইজের শট ক্রসবার থেকে ফিরে এসে লাগলো সোমারের মাথায়। এরপর ঢুকলো জালে। যেটা ধরা হলো তার আত্মঘাতী গোল হিসেবে! বিশ্বকাপে আত্মঘাতী গোল করা তৃতীয় গোলরক্ষক হয়ে গেলেন সোমার, পুরো ম্যাচে দুর্দান্ত থেকেও! এর আগে ১৯৯৮ আনদোনি জুবিজারেত ও ২০১৪ সালে নোয়েল ভাল্লাদারেসের হয়েছিল এমন ভাগ্য। 

    সেই বুলেট শটের পর জেমাইলির উল্লাস/এএফপি

    প্রথমার্ধে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ডই, ৩১ মিনিটে জেমাইলির গোলে। লিচটেইনারের ক্রসে এমবোলোর হেড এসে পড়েছিল জেমাইলির সামনে, যেন সর্বশক্তি দিয়ে শট করেছিলেন তিনি। সে শটের ঠিকানা একটাই- গোল। কোস্টারিকা এরপর এই বিশ্বকাপে নিজেদের প্রথম গোল পেয়েছে ৫৬ মিনিটে গিয়ে। ক্যাম্পবেলের ডেলিভারিতে অন্য সবাইকে নিচে ফেলে উঠে গিয়েছিলেন ওয়াটসন, তার বুলেটগতির হেড কোস্টারিকাকে দিয়েছে স্বস্তি। ২০১৮ বিশ্বকাপে গোল করা শেষ দল হলো কোস্টারিকা, অন টার্গেটে ২৪টি শট নেওয়ার পর! 

    সুইজারল্যান্ড এরপর আবার এগিয়ে গেছে ডরমিচের ৮৮ মিনিটের গোলে। জাকারিয়াকে ডানদিকে দারুণভাবে বল বাড়িয়েছিলেন সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ের অন্যতম নায়ক শাকা, জাকারিয়ার ক্রসেই ফিনিশটা দারুণ করেছেন ডরমিচ। দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা আরেকবার পোক্ত করেছে তখন সুইসরা, আর কোস্টারিকার প্রস্তুতি আরেকটি হৃদয়ভঙ্গের। 

    রুইজের পেনাল্টি, সোমার আর ক্রসবারেই শেষ পর্যন্ত মিলেছে কোস্টারিকার সান্ত্বনা। আর গত বিশ্বকাপের মতো এবারও শেষ ষোলতে গেল সুইজারল্যান্ড, সেখানে ৩ জুলাই সেন্ট পিটার্সবার্গে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।