• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    কল্পনাতেও ভাবিনি কোরিয়ার কাছে হারব: জোয়াকিম লো

    কল্পনাতেও ভাবিনি কোরিয়ার কাছে হারব: জোয়াকিম লো    

    ছবি-ডেইলি মিরর

    শেষ বাঁশি বাজার পর শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মাঠের দিকে তিনি। কী হতে কী হয়ে গেলো, সেই হিসাবই হয়ত মেলাতে পারছিলেন না জোয়াকিম লো। অঘটনের জন্ম দিয়ে জার্মানিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। লো বলছেন, কোরিয়ার বিপক্ষে হারের ব্যাপারে কল্পনাতেও ভাবেননি তিনি।

    শেষ ম্যাচে জিততেই হতো জার্মানদের। অন্য ম্যাচে সুইডেন যখন একের পর এক গোল দিচ্ছিল মেক্সিকোর জালে, জার্মানির জন্য কাজটাও আরও কঠিন হয়ে যাচ্ছিল। কোরিয়ার জালে গোল তো দিতে পারেইনি, উল্টো দুই গোল হজম করে গ্রুপে চতুর্থ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে লোর জার্মানিকে।

     

     

    ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন বিদায় কিছুতেই মানতে পারছেন না লো, ‘খুব বেই হতাশ। আমি তো ভাবতেও পারিনি যে কোরিয়ার কাছে হেরে যাবো! আমাদের যা করার দরকার ছিল তার ধারেকাছেও যেতে পারেনি দল। প্রস্তুতি ম্যাচেও আমরা ভালো খেলেছিলাম, কিন্তু মেক্সিকোর বিপক্ষে ওই পরাজয়েই ছন্দ হারিয়েছি। এখন আসলে এসব নিয়ে কথা বলেও লাভ নেই। টুর্নামেন্টে কী কী ভুল হয়েছে সেসব নিয়ে বসতে হবে সবার।’

    গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিলেন গতবার জার্মানিকে বিশ্বকাপ জেতানো লো, ‘ম্যাচের পরপরই এরকম কিছু বলা যায় না। তবে খুব দ্রুতই কিছু একটা ঘোষণা আসতে পারে।’

    শেষ পর্যন্ত কোচের পদ থকে সরে দাঁড়াবেন কিনা, সেটা জানা যাবে খুব তাড়াতাড়ি।