• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ব্রাজিলকে ফেভারিট মানছেন না তিতে

    ব্রাজিলকে ফেভারিট মানছেন না তিতে    

    ছবি-নিউইয়র্ক টাইমস

     

    নাইজেরিয়ার বিপক্ষে নাটকীয় এক জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। গতকাল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে জার্মানি তো গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি। অন্যদিকে সার্বিয়ার বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। টুর্নামেন্টের শুরু থেকেই ব্রাজিলকে ফেভারিট মানছেন অনেকেই, জার্মানির বাদ পড়ায় তাদের শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে বলেই ধারণা তাদের। তবে ব্রাজিল কোচ তিতে নিজেদের ‘ফেভারিট’ মানতে নারাজ।

    বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ হেরেছিল ব্রাজিল, সবার আগে বিশ্বকাপের টিকেটও পেয়েছিল তারা। রাশিয়াতে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেলেও পয়েন্ট হারাতে হয় নেইমারদের। পরের দুই ম্যাচে অবশ্য জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। 

    ভালো ফর্মে থাকলেও নিজেদের ফেভারিট মানছেন না তিতে, ‘আমরা বাস্তবে বাস করি। আশা তো অনেকেই অনেক কিছু করে। বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করেছি বলে অনেকের আশা বেড়ে গেছে এটা ঠিক। কিন্তু বিশ্বকাপ পুরোপুরি ভিন্ন একটা ব্যাপার। এখানে চাপ অনেক বেশি, ভালো ফল করাও কষ্টকর।’

     

     

    গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিলের উন্নতির গ্রাফটা শুধু উপরের দিকেই উঠেছে, মানছেন তিতে, ‘আমরা চাপ সামলে ভালো খেলেছি। প্রতি ম্যাচেই উন্নতি করছে দল। এখনো অবশ্য অনেক উন্নতির জায়গা রয়েছে। এখন শুধু গ্রাফটা উপরের দিকেই উঠবে, নিচে নামবে না। টুর্নামেন্ট যত সামনের দিকে যাবে, চ্যালেঞ্জও ততো কঠিনই হবে।’

    শেষ ১৬ তে গ্রুপ এফের রানার্সআপ মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।