• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    পরের রাউন্ডে যাওয়ার মতো খেলেনি জার্মানি: নয়্যার

    পরের রাউন্ডে যাওয়ার মতো খেলেনি জার্মানি: নয়্যার    

     

    কেউ মাঠের ভেতরে মুখ ঢেকে শুয়ে পড়েছেন, কেউবা ডাগআউটে বসে আসেন মাথায় হাত দিয়ে। কেউবা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন মাঠের এদিক ওদিক। গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ে দলের ফুটবলার অবস্থা ছিল অনেকটা এমনই। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের পর জার্মান ফুটবলাররা জানিয়েছেন নিজেদের হতাশার কথা। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলছেন, এমন পারফরম্যান্সে গ্রুপ পর্ব পেরোলেও নকআউট পর্বেই বাদ পড়ত জার্মানি।

    পরের রাউন্ডে যেতে হলে জয়টা দরকার ছিল জার্মানির। তবে দক্ষিণ কোরিয়ার সাথে হতাশাজনক পারফরম্যান্সে সেই জয় আর আসেনি। গ্রুপে চতুর্থ হয়েই বিদায় নিতে হয়েছে জার্মানদের। জার্মানি পরের রাউন্ডে যাওয়ার মতো খেলেনি, স্বীকার করলেন নয়্যার, ‘আমরা যেভাবে খেলেছি, সেভাবে আসলে পরের রাউন্ডে যাওয়া যায় না। যদি কোনভাবে এই ম্যাচ জিতে শেষ ১৬ তে চলেও যেতাম, সেখানেই হয়ত বাদ পড়ত জার্মানি। নাহলে তার পরের ম্যাচে তো অবশ্যই। আমরা জয় পাওয়ার মতো খেলাটা কোরিয়ার বিপক্ষে একদমই খেলতে পারিনি। এরকম হারের জন্য আমরা নিজেরাই দায়ী।’

     

     

    ডিফেন্ডার ম্যাট হামেলস বলছেন, এই হার তার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টকর মুহূর্ত, ‘ক্যারিয়ারে এরকম বাজে সময় আর আসেনি। আমরা বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার মতো ফুটবল খেলতে পারিনি কখনোই।’

    হামেলসের সাথে সুর মিলিয়েছে স্যামি খেদিরাও, ‘আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম। আমাদের খেলাটাও তেমন হওয়ার উচিত ছিল। কিন্তু মানুষ যেমন চায় সবসময় তেমনটা হয় না। জার্মানি হয়ে খেলার সময় এরকম কষ্ট আগে কখনোই পাইনি।’

    এত হতাশার মাঝেও হাল ছাড়তে রাজি নন টনি ক্রুস, ‘যা হওয়ার সেটা তো হয়েই গেছে। বড় টুর্নামেন্টে খারাপ খেললে অনেক পরিবর্তনের কথা সামনে আসে। এই দলটা সামনে আরও অনেক উন্নতি করবে। এই ম্যাচে সেটার আভাস পাওয়া গেছে। পরের টুর্নামেন্টে আশা করি ঘুরে দাঁড়াবে জার্মানি।’

    টনি ক্রুসের কথা কতটুক সত্যি হয়, সেটা সময়ই বলে দেবে।