সাংবাদিকের দেওয়া রিবনেই ফিরল মেসির ভাগ্য?
প্রথম দুই ম্যাচে বিবর্ণ থাকার পর নাইজেরিয়ার বিপক্ষে দেখা মিলেছে চিরচেনা লিওনেল মেসির। নাইজেরিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসিই, শুরুর গোলটাও তারই করা। ওই ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুট করেই রামা প্যানতারোত্তো নামের এক সাংবাদিক মেসির কাছে জানতে চাইলেন, তিনি কী তাকে চিনতে পেরেছেন? প্রশ্নের জবাবে হাসিমুখে মেসি নিজের বা পায়ের মোজার ভেতরে কী যেন একটা দেখালেন, আর রীতিমত অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন প্যানতারোত্তো। যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কি ছিল সেখানে? জানলে অবাক হবেন, ওই সাংবাদিকের দেওয়া একটা রিবন মোজার ভেতরে রেখেই নাইজেরিয়ার বিপক্ষে খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক!
কিন্তু মেসি কেন মোজার ভেতরে এরকম রিবন রেখে খেলবেন? প্যানতারোত্তো জানালেন, আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মেসিকে তিনি এই রিবনটা দিয়েছিলেন। এই রিবনটা আসলে প্যানতারোত্তোর মায়ের, এটাকে তিনি সৌভাগ্যের প্রতীক হিসেবেই মানতেন। তিনি নিজেও যে মেসিকে কতটা ভালোবাসেন, সেটাও তাকে জানান প্যানতারোত্তো। এই রিবন যেন মেসিদের জন্যও সৌভাগ্য বয়ে আনে, এই আশাতেই তাকে রিবনটা দিয়েছিলেন প্যানতারোত্তো। মেসিও খুশি মনে তার কাছ থেকে নিয়েছিলেন লাল রিবনটা।
মেসি যে সত্যি সত্যি রিবনটা নিয়ে খেলতে নামবেন, সেটা হয়ত স্বপ্নেও ভাবেননি প্যানতারোত্তো। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর আবারও তার সাথে দেখা হয়ে যায় মেসির। তাকে মেসি মনে রাখবেন সেটাই আশা করেননি প্যানারেত্তা। সাংবাদিকের প্রশ্ন শুনেই মেসি হেসে দিলেন। সরারসি জবাব না দিয়ে মোজার ভেতরে রাখা সেই রিবনটা দেখিয়ে দিলেন তাকে। রিবনটা শুধু গ্রহণই করেননি মেসি, সেদিন থেকেই পায়ের সঙ্গে বেঁধেও রেখেছেন সেটা!
মেসি তার রিবন সাথে রেখেছেন, জানতে পেরে যারপরনাই অবাক হয়েছেন প্যানতারোত্তো। আর্জেন্টিনা ও মেসির ভাগ্য কি তাহলে এই বিশেষ রিবনেই ফিরেছে?