"শুধু রোনালদোকে নিয়েই ভাবছে না উরুগুয়ে"
প্রতিপক্ষ যখন পর্তুগাল, একজনকে নিয়ে একটু আলাদাভাবে ভাবতেই হয়। দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের মুখোমুখি পর্তুগাল, প্রতিপক্ষ এখন পর্যন্ত ৪ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে উরুগুয়ে ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়েটস বলছেন, শুধু রোনালদোকেই নিয়েই ভাবছেন না তারা।
এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এসেছে তার পা থেকেই। স্পেনের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও রোনালদোর অবিশ্বাস্য পারফরম্যান্সেই ড্র করেছিল পর্তুগাল। মরক্কোর বিপক্ষে রোনালদোর গোলেই জিতেছিল তারা। ইরানের বিপক্ষে কিছুটা বিবর্ণ লাগলেও দ্বিতীয় রাউন্ডে তিনিই পর্তুগালের মূল ভরসা।
কোয়েটস অবশ্য শুধু রোনালদোকে নিয়েই মাথা ঘামাচ্ছেন না, ‘আমরা তাকে যেভাবে আটকানোর কথা ভাবছি, অন্যদের ব্যাপারেও এর ব্যতিক্রম হবে না। তিনি বিশ্বের অনেক বড় তারকা। কিন্তু পরিকল্পনা সাজানোর সময় একজন নিয়ে তো আর ভাবা যায় না। ভাবতে হবে পর্তুগালের পুরো দলকে নিয়েই।’
স্পেনের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি কিকেই পর্তুগালকে পয়েন্ট এনে দিয়েছিলেন রোনালদো। ডি বক্সের বাইরে তাকে ফ্রি কিক না দেওয়ার ব্যাপারে বদ্ধ পরিকর কোয়েটস, ‘যখন প্রতিপক্ষের এরকম ফ্রি কি বিশেষজ্ঞ থাকে, তখন ফাউল করার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। কিন্তু এটা করা কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। কেউ গোলের জন্য এগিয়ে গেলে তখন তাকে আটকাতেই হয়।’
আগামী ৩০ জুন পর্তুগালের মুখোমুখি হবে উরুগুয়ে।