তোশকের কারণে ইনজুরিতে পড়েছেন মার্সেলো
সার্বিয়ার বিপক্ষে গতকাল ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কিন্তু ম্যাচের ১০ মিনিটেই পিঠের ইনজুরিতে পড়ে লেফটব্যাক মার্সেলোর মাঠ ছাড়ায় জয়ের আনন্দ কিছুটা ম্লানই হয়ে গেছে 'সেলেসাও'দের। মেক্সিকোর বিপক্ষে আগামী সোমবার শেষ ষোলর ম্যাচে খেলা নিয়ে আছে যথেষ্ট সংশয়। দলের অন্যতম সেরা ফুটবলারের চোটের পর চমকে দেওয়া তথ্যটা দিয়েছেন ব্রাজিলের চিকিৎসক রড্রিগো লাসমার। তার মতে; মস্কোতে ব্রাজিল যে হোটেলে ছিল, সেখানকার বিছানার তোশকের কারণেই ইনজুরিতে পড়েছেন মার্সেলো!
ইনজুরিতে পড়লেও মেক্সিকোর বিপক্ষে মার্সেলোর খেলার সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী লাসমার, "এখনই ওর ইনজুরির ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে মাঠে তাকে আমরা যে ফিজিওথেরাপি দিয়েছিলাম, তাতে ব্যথা কমেছে অনেকটাই। মেক্সিকোর বিপক্ষে ওর খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী আমরা। ইনজুরির ব্যাপারে জানতে আমাদের কমপক্ষে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করা লাগবে।"
মেক্সিকোর বিপক্ষে খেলার আশা ছাড়ছেন না মার্সেলো নিজেও। ম্যাচের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনজুরি নিয়ে ইতিবাচক খবরই দিয়েছেন সমর্থকদের, "যারা খোঁজ নিয়েছিলেন, সবাইকেই অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই মাঠে ফিরব আমি। ইনজুরিটা গুরুতর কিছু নয়, এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমি। দলের জয়ে অসম্ভব খুশি আমি।"