জাহানারার রেকর্ড বোলিং, শেষ ওভারে জিতল বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টি, ডাবলিন
আয়ারল্যান্ড উইমেন ১৩৪/৮, ২০ ওভার
বাংলাদেশ উইমেন ১৩৫/৬, ২০ ওভার
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
জাহানারা আলমের ঐতিহাসিক ৫ উইকেটে পর আয়েশা রহমান, নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ব্যাটে ভর করে শেষ ওভারে গিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী মেয়ে বোলার হিসেবে পাঁচ উইকেট পেলেন জাহানারা, তার ২৮ রানে ৫ উইকেট তাই বাংলাদেশের সেরা বোলিং ফিগারও। এর আগে সেরা বোলিং ছিল সালমা খাতুনের, ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছিলেন ৬ রানে ৪ উইকেট।
ডাবলিনে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। পরপর দুই ওভারে ক্ল্যারে শিলিংটন ও সিসিলিয়া জয়েসকে ফিরিয়েছেন জাহানারা, দুইজনই হয়েছেন এলবিডব্লিউ। মাঝে গ্যাবি লুইসের ১৬ বলে ২৮, লউরা ডিলানির ২২ বলে ২২ ও ইসোবেল জয়েসের ৪১ বলে ৪১ রানের ইনিংসে ভিতটা ভালই হয়েছিল আইরিশদের। কিম গার্থ এরপর করেছেন ১৯ বলে ২০ রান।
ইসোবেল জয়েসকে পরে এসে বোল্ড করেছেন জাহানারা, যেটি তার পঞ্চম উইকেট। এর আগেই নিয়েছেন গার্থ ও এইমিয়ার রিচার্ডসনের উইকেট। বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন সালমা খাতুন ও খাদিজা-তুল-কুবরা, দুইজনই ৪ ওভারে ২০ রানে নিয়েছেন একটি করে উইকেট। আয়ারল্যান্ড শেষ পর্যন্ত গেছে ১৩৪ রান পর্যন্ত।
রান-তাড়ায় শুরুতেই শামিমা সুলতানাকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, সেখান থেকে তাদের উদ্ধার করেছে আয়েশার ২৩ বলে ২৪ ও নিগারের ৩৮ বলে ৪৬ রানের ইনিংস। ১৮তম ওভারে নিগারের উইকেটই বিপদে ফেলে দিয়েছিল বাংলাদেশকে, এরপর শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান।
১৯তম ওভারে ফাহিমা খাতুন ও সানজিদা ইসলাম মিলে তুলেছেন ১৪ রান। তবে শেষ ওভারে নাটক হয়েছে ঠিকই। প্রথম চার বলে তিন রানের পর পঞ্চম বলে গিয়ে রান-আউট হয়েছেন সানজিদা। তবে শেষ বলে সিঙ্গেল নিয়ে ঠিকই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন ফাহিমা।