• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ২৩ বছর বয়সে অবসর নিলেন ইরানের 'মেসি'

    ২৩ বছর বয়সে অবসর নিলেন ইরানের 'মেসি'    

    খেলার ধরনের কারণে সর্দার আজমুনের নামই হয়ে গিয়েছিল ইরানের মেসি। বিশ্বকাপের আগে ৩৩ ম্যাচে ২৩ গোল করে সেই নামের প্রতি সুবিচারই করে যাচ্ছিলেন। কিন্তু বিশ্বকাপে গোল করতে পারেননি একটিও। তাতে ইরানজুড়ে সমালোচিত হয়েছেন আজমুন। হয়ত খেলার ওপর প্রভাব পড়ত তার, কিন্তু নিজ দেশের মানুষের সমালোচনায় আরও বড় ক্ষতি হয়েছে। আজমুনের মা ছেলের সমালোচনা সহ্য করতে পারেননি। কয়েকদিন আগেই সুস্থ্য হয়ে উঠেছিলেন তিনি। দেশজুড়ে চলা সমালোচনায় আবারও অসুস্থ্য হয়ে পড়েছেন আজমুনের মা। ছেলেও তাই অনেকটা রাগ করেই বিদায় বলে দিলেন ফুটবলকে। মাত্র ২৩ বছর বয়সেই ইরান জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজমুন। 

    "আমার মা খুবই অসুস্থ্য ছিলেন। মাত্র কয়েকদিন আগেই তিনি সেরে উঠেছিলেন। আমি এটা নিয়ে খুবই আনন্দিত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার দেশের লোকেরা আমার আর আমার দলের প্রতি দয়া দেখাননি। এই অপমান আমাদের প্রাপ্য ছিল না। এরপ পরিস্থিতি আমাকে কঠিন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আমার সামনে দুটো রাস্তা খোলা ছিল। আমি আমারম মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।"

     

    ইরানের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আজমুন ঢুকে ছিলেন ৫ নম্বরে। মাত্র ২৩ বছর বয়সেই নিয়মিত গোল করায় তাকে তুলনা করা হত ইরানের কিংবদন্তী আলি দাইয়ির  সঙ্গে।