শেষ ষোলোতে কে কার মুখোমুখি
একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও উরুগুয়ে, আর একবারের বিশ্বকাপজয়ী ফ্রান্স। আর আরেকদিকে আছে শুধু একবারের চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের নকআউট পর্বের ড্র এভাবেই দাঁড় করিয়ে দিয়েছে দলগুলোকে। যার মানে, যার যার ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে আর্জেন্টিনা-পর্তুগালের এবং আরেকটি মেসি-রোনালদো দ্বৈরথের। তার আগে অবশ্য আর্জেন্টিনাকে পার হতে পারে ফ্রান্সের, আর পর্তুগালকে উরুগুয়ের কঠিন বাধা। আর ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের সেমিফাইনাল হয়ে যেতে পারে সেমিফাইনালেই।
অন্যদিকে স্পেন-ইংল্যান্ডের অর্ধে সমীকরণ তুলনামূলক সহজই। কলম্বিয়া বাদ দিলে এই অর্ধে ইউরোপের জয়জয়কার, সাতটি দলই ইউরোপের। এর মধ্যে স্পেন আর ইংল্যান্ড ছাড়া বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নেই কারোরই। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে ব্রাজিল ও বেলজিয়ামের।
অবশ্য এবারের বিশ্বকাপের অভিজ্ঞতা বলছে, ওলট পালট হয়ে যেতে পারে অনেক কিছুই। বিশ্বকাপটা যে এবার শুধুই চমকের!