রোজা রাখার কারণেই গ্রুপ পর্ব থেকে বাদ মিশর?
মোহামেদ সালাহর ওপর ভর করে ২৮ বছর পর বিশ্বকাপে এসেছিল মিশর। বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তনটা অবশ্য খুব সুখের হয়নি, ৩ ম্যাচের ৩টিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। একটি পয়েন্টও না পাওয়া মিশরের বিদায় নিয়ে দেশটিতে চলছে নানা আলোচনা। মিশর ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হানি আবু রিদা বলছেন, বিশ্বকাপের আগে রমজানের রোজা রাখার কারণেই দলের কেউ ভালো পারফর্ম করতে পারেননি!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল মিশর। ইনজুরির কারণে সেই ম্যাচে খেলেননি সালাহ।১৫ জুনের ওই ম্যাচের আগেরদিন পর্যন্ত রমজান মাসের রোজা রেখেছিলেন মিশরিয়ান ফুটবলাররা।
আবু রিদা মনে করেন, বিশ্বকাপের আগে টানা রোজা রাখার প্রভাবটা মাঠেও পড়েছে, ‘এটা খুব বাজেভাবে প্রভাব ফেলেছে আমাদের খেলায়। আমি দলের সবাইকে বলেছিলাম এবার রোজা না রাখতে। কিন্তু তারা আমার কথা শোনেননি, সব রোজাই রেখেছেন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের একদিন আগেও রোজা রেখেছে সবাই। বিশ্বকাপের ৩টি ম্যাচই হেরেছি আমরা, ভালো পারফর্ম করতে পারিনি এতবছর পর বিশ্বকাপে গিয়ে। রোজা রাখার জন্যই সবার এরকম পারফরম্যান্স।’
প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ১-০, দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৩-১ ও শেষ ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে মিশর।