রদ্রিগেজের ইনজুরিতে দুশ্চিন্তায় পেকারম্যান
ছবি- স্কাই স্পোর্টস
তিনিই কলম্বিয়ার বিশ্বকাপ স্বপ্নসারথি। পোল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে দারুণ দুটি অ্যাসিস্ট করে জয় এনে দিয়েছিলেন হামেস রদ্রিগেজ। সেনেগালের বিপক্ষে সেই রদ্রিগেজই চোট পেয়ে মাঠ ছাড়লেন মাত্র ৩০ মিনিটের মাথায়। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর। কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান তাই রদ্রিগেজকে নিয়ে বেশ দুশ্চিন্তার মাঝেই পড়েছেন।
মাংসপেশির ইনজুরিটা ভোগাচ্ছিল বিশ্বকাপের শুরু থেকেই। জাপানের বিপক্ষেও ছিলেন না একাদশে। বদলি হিসেবে নেমে অবশ্য বুঝতেই দেননি যে ব্যথা নিয়ে খেলছেন। তবে সেই ব্যথা ফিরে এসেছে সেনেগালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই। ৩০ মিনিটের মাথায় আর খেলা চালিয়ে যেতে পারেননি রদ্রিগেজ, তাকে মাঠ থেকে তুলে নিয়েছেন পেকারম্যান।
দ্বিতীয় রাউন্ডকে সামনে রেখে রদ্রিগেজের এমন ইনজুরি দলের জন্য অশনি সংকেত বলেই মানছেন পেকারম্যান, ‘আমি খুবই চিন্তিত। এরকম পরিস্থিতি দলের জন্য কঠিন, বিশেষ করে যখন শেষ ১৬ কড়া নাড়ছে। হামেস আগের দিনও স্বাভাবিকভাবে অনুশীলন করেছে। হয়ত একটু অস্বস্তিতে ছিল, কিন্তু অবস্থা যে এরকম হবে সেটা কেউই ভাবেনি।’
ইংল্যান্ডের বিপক্ষে কি খেলতে পারবেন রদ্রিগেজ? এমন প্রশ্নের জবাবে পেকারম্যান বলছেন, তাঁর সুস্থতার ব্যাপারে কিছুই বলতে পারছেন না, ‘আসলে আমি জানি না তাঁর ইনজুরির কী অবস্থা। আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি আমাদের মেডিকেল টিম ভালো একটা খবর শোনাবে। তখনই নিশ্চিতভাবে জানা যাবে সে পরের রাউন্ডে খেলতে পারবে কিনা।’
৩ জুলাই শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া-ইংল্যান্ড।