ক্রোয়েশিয়ার ম্যাচের পর হুমকি দেওয়া হয়েছিল ক্যাবেয়ারোর পরিবারকে!
ছবি-মার্কা
তাঁর ভুলেই শুরু আর্জেন্টিনার সেই দুঃস্বপ্ন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোল হজম করেছিল গোলরক্ষক উইলি ক্যাবেয়ারো। সেই হারে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনার পরের রাউন্ডে ওঠা। ক্যাবেয়ারো এবার জানালেন, ওই ম্যাচের পর তাকে ও তাঁর পরিবারকে হুমকিও দেওয়া হয়েছিল!
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে গোল হজম করেন ক্যাবেয়ারো। ওই হারের পর থেকে তাকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসেই কাটিয়েছেন তিনি। তবে এতদিন মুখে কুলূপ এটে ছিলে আর্জেন্টাইন গোলরক্ষক।
ক্যাবেয়ারো জানালেন, হারের পর অনেক বাজে মন্তব্য সহ্য করতে হয়েছে তাকে, ‘আমার সাথে যা হয়েছিল, সেটা নাইজেরিয়ার বিপক্ষে জয়ের পর আড়ালে চলে গেছে। এখন আমি শান্ত আছি আগের চেয়ে। একটা ভুল, দুর্ভাগ্য, যাই বলেন না কেন, সেটার জন্য অনেক বেশি ভুগতে হয়েছে আমাকে। অনেক বাজে মন্তব্য শুনেছি, অসম্মান করা হয়েছে আমাকে। এমনকি আমার পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে!’
ওই দুঃস্বপ্নের পর যারা তাঁর পাশে থেকেছিলেন, তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি ক্যাবায়েরো, ‘অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। তারা ব্যাপারটা বুঝেছে, আমাকে সান্ত্বনা দিয়েছে।জানা অজানা যেসব মানুষ আমার পাশে ছিল, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের ওই ভুলের ব্যাপারে আবারো ক্ষমা চাইলেন ক্যাবেয়ারো, ‘আমি আমার ভুল আগেও স্বীকার করেছি, আবারো ক্ষমা চাচ্ছি। কিন্তু এটার জন্য যে আমার পরিবারকে কথা শুনতে হবে সেটা কখনোই ভাবিনি। আমার পরিবার থেকে পাওয়া শিক্ষার কারণেই আমি আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে খেলতে নেমেছি।’
৩০ জুন ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।