'সবচেয়ে বাজে দল' বলায় খেপেছেন পানামা কোচ
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে তারা। অনেকটা অনুমেয়ভাবেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে পানামা। তিউনিসিয়ার বিপক্ষে শেষ ম্যাচের পর এক সাংবাদিক হুট করেই পানামা কোচ হার্নান দারিও গোমেজকে জিজ্ঞাসা করলেন, তাঁর দলই বিশ্বকাপের সবচেয়ে খারাপ দল কিনা। সাংবাদিকের এমন প্রশ্নে ভীষণ চটেছেন তিনি, বলছেন, পানামাকে সবচেয়ে খারাপ দল বলে তাদেরকে রীতিমত অপমান করা হচ্ছে।
তিন ম্যাচের তিনটিতেই হার, ব্যবধানও অনেক বড়। বেলজিয়ামের কাছে ৩, ইংল্যান্ডের কাছে ৬ ও তিউনিসিয়ার কাছে ২ গোল হজম করেছে পানামা। নিজেরা দিয়েছে মাত্র ২ গোল। ৫৫ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা পানামার বিশ্বকাপ শেষ হয়েছে তাই পয়েন্টশূন্য থেকেই।
গ্রুপের তলানিতে থাকলেও পানামা এবারের আসরের সবচেয়ে খারাপ দল নয় বলেই দাবি গোমেজের, ‘এসব কথা চরম অসম্মানজনক। আমাদের কেউই বলতে পারে না যে আমরা সবচেয়ে খারাপ দল। আমরা সবচেয়ে তরুণ দল এই বিশ্বকাপের। আমাদের কয়টা মাঠ আছে? আমাদের অবকাঠামো কতটুক উন্নত? অন্যদের দিকে তাকান সবাই, তাদের ইতিহাস কত সমৃদ্ধ। অন্য দলকে সম্মান করা শিখতে হবে সবার।’
এই বিশ্বকাপটা পানামার জন্য শিক্ষণীয় ছিল বলেই জানালেন গোমেজ, ‘আমরা শেষ ম্যাচে অনেক ভালো খেলেছি। দলের পারফরম্যান্সে খুব বেশি খুশি না হলেও প্রথম বিশ্বকাপ হিসাবে তারা দারুণ সাহস দেখিয়েছে মাঠে। তাদের কোচ হতে পেরেও গর্বিত আমি। আশা করি পানামা আবারও বিশ্বকাপ খেলবে ভবিষ্যতে।’
আবারো বিশ্বকাপের মঞ্চে বাজবে পানামার জাতীয় সঙ্গীত, এই আশা বুকে বেধেই দেশে ফিরছে পানামা দল।