• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    ১৬৫ রানে থেমেছেন সাব্বির, ড্র প্রথম আন-অফিশিয়াল টেস্ট

    ১৬৫ রানে থেমেছেন সাব্বির, ড্র প্রথম আন-অফিশিয়াল টেস্ট    

    প্রথম আন-অফিশিয়াল টেস্ট
    শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস ৪৪৯/৮ ডিক্লে. (থিরিমান্নে ১৬৮, আসালাঙ্কা ৯০, আশান ৭০, করুনারত্নে ৬০, খালেদ ৪/৯২, রনি ২/৬৯) ও ২য় ইনিংস ২৬২/২ (করুনারত্নে ১৬১, থিরিমান্নে ৬৭*, নাজমুল ১/৩৭, মোসাদ্দেক ১/৩৯)
    বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস ৪১৪ অল-আউট (সাব্বির ১৬৫, মোসাদ্দেক ১৩৫, সান্দাকান ৫/১০৮)
    ম্যাচ ড্র 


    ড্র হয়েছে বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’-এর প্রথম আন-অফিশিয়াল টেস্ট। ৩৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা ‘এ’ থেমেছে ২ উইকেটে ২৬২ রানের দারুণ স্কোরে। ১৬৫ বলে ১৬১ রানের ইনিংস খেলেছেন প্রথম ইনিংসে ফিফটি করা দিমুথ করুনারত্নে। 

    আগেরদিন ৩৬০ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ ‘এ’, বাকি ছিল ৬ উইকেট। সাব্বির রহমান আগেরদিনের স্কোরের সঙ্গে ২১ রান যোগ করে ফিরেছেন ১৬৫ করে, লাকশান সান্দাকানের বলে হয়েছেন এলবিডব্লিউ। এরপরই ধস নেমেছে বাংলাদেশ ইনিংসে, শেষ ৫ ব্যাটসম্যান মিলে যোগ করতে পেরেছেন মাত্র ২৩ রান। আগেরদিন ২৭ রানে অপরাজিত থাকা জাকির হাসান আউট হয়েছেন ৩৫ রানে। তৃতীয় দিনশেষে লিড নেওয়াটা খুব সম্ভব থাকলেও উলটো পিছিয়ে থেকেই শেষ হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। বাঁহাতি স্পিনার লাকশান সান্দাকান ৫ উইকেট নিয়েছেন ১০৮ রানে। এ নিয়ে প্রথম শ্রেণিতে ১১ বার ইনিংসে ৫ বা এর বেশি উইকেট নিলেন সান্দাকান। 

     

     

    দ্বিতীয় ইনিংসে শুরুটা দারুণই হয়েছে শ্রীলঙ্কা ‘এ’-এর। করুনারত্নে ও লাহিরু মিলানথার ওপেনিং জুটিতেই এসেছে ৯৩ রান, সেটা মোসাদ্দেক হোসেন ভেঙেছেন মিলানথাকে বোল্ড করে। লাহিরু থিরিমান্নের সঙ্গে ২য় উইকেটে ১৬৫ রান যোগ করেছেন করুনারত্নে। নাজমুল ইসলামের বলে ক্যাচ দেওয়ার আগে করুনারত্নে মেরেছেন ২৩টি চার ও একটি ছয়। আর প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান থিরিমান্নে অপরাজিত ছিলেন ৬৭ রানে।