• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মেসি যখন চেলসির...

    মেসি যখন চেলসির...    

    বাস্তবের লিওনেল মেসি তো বার্সেলোনার, আর্জেন্টিনার। এ দুই দল ছাড়া তাকে কল্পনা করাই রীতিমতো কঠিন। কিন্তু ফিফার অনলাইন গেমে? সেখানে খেলতে মেসির প্রিয় দল কোনটি? পাবলো জাবালেতা যেটা বলছেন, সেটা রীতিমতো বিস্ময়কর। দুইজন মিলে অনলাইনে যখন খেলতেন, মেসি বেশিরভাগ সময়ই বেছে নিতেন চেলসিকে! অথচ এই চেলসি প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিনই ছিল মেসির কাছে। তাদের বিপক্ষে নিজের গোলখরা কাটিয়েছিলেন নবম ম্যাচে গিয়ে, গত চ্যাম্পিয়নস লিগে! 

    মেসি তখনও বার্সেলোনায় ছিলেন, জাবালেতা খেলতেন এস্পানিওলে। মাঠে তারা প্রতিদ্বন্দ্বীই ছিলেন, তবে মাঠের বাইরের বন্ধুত্বটা ছিল ঠিকই। ৩০ মিনিটের দূরত্বে থাকতেন দুইজন, সময় পেলেই অনলাইনে বসে যেতেন ফিফা খেলতে। 

    তাদের বন্ধুত্ব নিয়ে বিবিসির সঙ্গে “গোট অর হিউম্যান” নামের এক ভিডিওতে জাবালেতা বলেছেন, বার্সেলোনা বা আলবিসেলেস্তে নয়, ফিফার সেই অনলাইন যুদ্ধে মেসির সবসময়ের অস্ত্রই ছিল চেলসি। যদিও অনলাইনে মেসির চেয়ে নিজেকে ভাল ফুটবলার দাবি করেছেন জাবালেতা। 

     

     

    ব্লুজদের তখনকার স্কোয়াডে অবশ্য বেশ আকর্ষণীয় নামই ছিল- দিদিয়ের দ্রগবা, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, মাইকেল বালাক, পিওতর চেক, ক্লদ ম্যাকলেলে। চেলসির প্রতি মেসির টানের পেছনে যথার্থ কারণই ছিল বটে। 

    কল্পনায় প্রিমিয়ার লিগে মেসিকে খেলতে দেখাটা বোধহয় বাস্তব থেকে খুব দূরে ছিল না তখন!