• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ফিরে আসবে 'মাদ্রিদ ডার্বি' ও 'এল ক্লাসিকোর' উত্তাপ?

    ফিরে আসবে 'মাদ্রিদ ডার্বি' ও 'এল ক্লাসিকোর' উত্তাপ?    

     

    আদতে লড়াইটা পর্তুগাল-উরুগুয়ের। বিশ্বকাপের শেষ ১৬র ম্যাচে অবশ্য এই দুই দেশের ম্যাচের আড়ালে থাকবে স্পেনের তিন ক্লাবের লড়াইও। রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ-বার্সেলোনা, উরুগুয়ে-পর্তুগাল ম্যাচে যেন ফিরে আসছে মাদ্রিদ ডার্বি ও এল ক্লাসিকোর সেই উত্তাপই।

    সুয়ারেজ বনাম রোনালদো

    এ’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে প্রথম রাউন্ডে গোল করেছে ৫টি, এর মাঝে ২টিই এসেছে বার্সেলোনার লুইস সুয়ারেজের পা থেকে। আর পর্তুগালের ৫ গোলের ৪টিই করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো, এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকও তার। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ আবারও তাদের দিকেই তাকিয়ে থাকবে দুইদল। রিয়াল না বার্সা, গোলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে কোন ক্লাবের?

     

     

    পেপে বনাম সুয়ারেজ

    রিয়াল মাদ্রিদ ছেড়েছেন আগেই। তবে রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপের সাথে বার্সেলোনার হয়ে খেলা উরুগুয়ের সুয়ারেজের লড়াইয়ের রেশটা এখনো রয়ে গেছে। চার বছর আগে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বাজেভাবেই তর্কে জড়িয়ে পড়েছিলেন দুজন। এর আগেও বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়েছেন পেপে-সুয়ারেজ। বহুদিন পর আবারও সুয়ারেজকে আটকাবেন পেপে। পুরনো সেই ঝাঁজ ফিরতে পারে আজকের ম্যাচেও।

    রোনালদো বনাম গোডিন

    মাদ্রিদ ডার্বিতে তিনি বরাবরই আটকানোর চেষ্টায় থাকেন রোনালদোকে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা উরুগুয়ে ডিফেন্ডার ডিয়েগো গোডিন আজও মাঠে নামবেন পর্তুগাল অধিনায়ক রোনালদোকে গোল করতে না দেওয়ার লক্ষ্যে। মাদ্রিদ ডার্বিতে দুজনের লড়াইটা গত কয়েক মৌসুমে ভালোই জমেছে।

    আজ রাত ১২ টায় ফিশট অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে উরুগুয়ে-পর্তুগাল।