মেসি 'স্বৈরাচারী' নন: সাম্পাওলি
ছবি-মার্কা
নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে লিওনেল মেসি ছিলেন সবচেয়ে উজ্জ্বল। আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের একাদশ নির্বাচন ও বদলি হিসেবে সার্জিও আগুয়েরোকে নামানোর ব্যাপারেও সিদ্ধান্ত দিয়েছেন। আর্জেন্টিনার জয়ের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি শুধুমাত্র মেসির কথাতেই চলে আর্জেন্টিনা দল? কোচ হোর্হে সাম্পাওলি অবশ্য বলছেন, মেসি কখনোই নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন না দলের ওপরে।
একাদশ নির্বাচনে মূল ভূমিকা রাখবেন মেসি, এটা জানা গিয়েছিল নাইজেরিয়ার বিপক্ষকে ম্যাচের আগেই। ম্যাচ চলার সময় মেসির সাথে কথা বলেই আগুয়েরোকে নামান সাম্পাওলি। মেসির সিদ্ধান্ত ভুল হয়নি, তার নির্বাচিত একাদশেই জয় নিয়ে পরের রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা।
তবে দলের কৌশল নির্ধারণের ব্যাপারে মেইস ‘স্বৈরাচারী’ নন বলেই জানালেন সাম্পাওলি, ‘আমরা শুধু একজনের কথা শুনেই সব সিদ্ধান্ত নেই না। দলের সবার মতামতই নেওয়া হয়। আর আগুয়েরোকে মাঠে নামানোর ব্যাপারে আমি শুধু তার সাথে কথা বলেছিলাম। এটা একজন কোচের সাথে তার ফুটবলারের সাধারণ কথাবার্তা। এর বেশি কিছু না। মেসি কখনই নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয় না।’
চাপিয়ে না দিলেও মেসির সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য সৌভাগ্য বয়ে আনে বলেই বিশ্বাস সাম্পাওলির, ‘ফুটবলের ব্যাপারে তার জ্ঞান অনেক বেশি। সে আমাদের সবার মাঝে সেরা। তাই তার কথার মূল্যও একটু বেশি। আশা করি পরের ম্যাচেও ভাগ্য আমাদের পক্ষেই থাকবে।’
রাতে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স।