• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    তামিমদের পর নিজেদের ঝালিয়ে নিলেন শফিউলরাও

    তামিমদের পর নিজেদের ঝালিয়ে নিলেন শফিউলরাও    

    স্কোর বাংলাদেশ ১ম ইনিংস ডিক্লে ৪০৩/৮ (তামিম ১২৫*, মাহমুদউল্লাহ ১০২*; জোসেফ ৪/৫৩)

    প্রেসিডেন্ট একাদশ ১ম ইনিংস ৩১০/৮ (হেটমেয়ার ১২৩; রাহী ২/৩৯, শফিউল ২/৪৮, মাহমুদউল্লাহ ১/১৩, মুমিনুল ১/২২, রুবেল ১/২৪, রাব্বি ১/৪১ )

    ফলঃ ম্যাচ ড্র


    অ্যান্টিগার কুলরিজ মাঠের প্রস্তুতি ম্যাচটা ফলাফলের চেয়েও বেশি জরুরি ছিল অনুশীলনের জন্য, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। সেটা কতটা পেরেছে তা বলা মুশকিল, তবে স্কোরকার্ড বলছে গা গরমটা খারাপ হয়নি বাংলাদেশের। প্রথম দিন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ সেঞ্চুরি পেয়েছেন, দ্বিতীয় দিনে উইকেট পেয়েছেন চার পেসারই। প্রেসিডেন্ট একাদশের সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে।

    ৮ উইকেটে ৪০৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছিল সেখানেই। বোলিংয়ের শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল বাংলাদেশের, স্কোরকার্ডে কোনো রান না ওঠার আগেই ফিরে গেছেন জন ক্যাম্পবেল। আবু জায়েদ রাহী পেয়েছেন ম্যাচে নিজের প্রথম উইকেট।

    প্রস্তুতি ম্যাচের অলিখিত নিয়ম অনুযায়ী, এই ম্যাচে সব বোলারকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন দুই অধিনায়ক। বাংলাদেশ যেমন চার পেসারের সঙ্গে তিন স্পিনারকেও বাজিয়ে দেখল। রাহীর উইকেটের খানিক পরেই আবারও উদযাপনের সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ। এবার স্কোরকার্ডে ৩ রান উঠতেই শ্যান মুসলিকে ফিরিয়ে দিয়েছেন রুবেল হোসেন।

     

     

    প্রেসিডেন্ট একাদশের একজনের ওপর আলাদা করে চোখ ছিল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল ছিলেন এই ম্যাচে। তবে ওপেনার হিসেবে নেমে খুব বেশিদূর এগুতে পারেননি। ২৪ রান করে বোল্ড হয়ে গেছেন কামরুল ইসলাম রাব্বির বলে। ৫৫ রানে ৩ উইকেট হারিয়েছে প্রেসিডেন্ট একাদশ।  এর পর অবশ্য শামরাহ ব্রুকস ও শিমরন হেটমেয়ার মিলে আবার ঘুরে দাঁড়িয়েছেন।  

     

    দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৩০ রান। শেষ পর্যন্ত ৭২ রান করার পর ব্রুকস এলবিডব্লু হয়েছেন শফিউলের বলে। ১৮৫ রানে চতুর্থ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। ১৮৭ রানেই আরেকটি উইকেট হারিয়েছে উইন্ডিজ একাদশ, এবার জ্যাভিয়ের হ্যামিল্টনকে বোল্ড করে শফিউল পেয়েছেন নিজের দ্বিতীয় উইকেট। তবে শিমরন হেটমেয়ার ছিলেন, ১২৩ রান করার পর তাঁকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নিয়েছেন রাহী।

    ২৪০ রানে ৬ উইকেট পড়ার পর ৬১ রানে জুটি গড়েছিলেন ভিসুয়াল সিং ও রোমারিও শেপার্ড। ভিসুয়ালকে ৪৫ রানে নিজের ফিরতি ক্যাচ বানিয়েছেন মাহমুদউল্লাহ, পরে গুডুকেশকে ৮ রানে ফিরিয়ে দিয়েছেন মুমিনুল হক।

    ৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট।