রোনালদোকে আটকাতে উরুগুয়ের পুরো দলকে লাগবে: তাবারেজ
ছবি-গোল ডটকম
গ্রুপ পর্বে তার নৈপুণ্যেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পরীক্ষায় উরুগুয়ের সামনে সবচেয়ে বড় বাধা পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোই। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ বলছেন, এক রোনালদোকে ঠেকাতেই নাকি তার দলের সবাইকে একসাথে চেষ্টা করতে হবে।
একজন কিংবা দুইজন ডিফেন্ডার রোনালদোকে আটকানোর জন্য যথেষ্ট নয় বলেই মানছেন তাবারেজ, ‘রোনালদো বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন। সে এই বিশ্বকাপের দুর্দান্ত খেলছে। একজন ডিফেন্ডার তাকে কখনোই আটকে রাখতে পারবে না, দুইজনও না। তাকে আটকানোর জন্য পুরো দলকেই চেষ্টা করতে হবে। রোনালদোকে আটকানো মানেই অর্ধেক পর্তুগালকে আটকানো।’
একমাত্র দল হিসেবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি উরুগুয়ে। পর্তুগালের বিপক্ষে ম্যাচটা এত সহজে পার পাওয়া যাবে না বলেই ধারণা তাবারেজের, ‘পর্তুগালের আগের ম্যাচে একাদশের ৯জন ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটাই তাদের দলের শক্তিমত্তা বুঝয়ে দেয়। আমরা গ্রুপ পর্বে দারুণ খেলেছি। তবে শেষ ১৬র ম্যাচটা কঠিন হবে। আমাদের শান্ত থেকে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালাতে হবে।’
রাত ১২টায় শেষ ১৬র দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে উরুগুয়ে ও পর্তুগাল।