• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    দর্শকদের সম্মান জানাতে "ম্যারাডোনার প্রতি" ফিফার আহবান

    দর্শকদের সম্মান জানাতে "ম্যারাডোনার প্রতি" ফিফার আহবান    

    নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ম্যারাডোনা ছিলেন তার মতো করেই। নাচলেন, অদ্ভুত ভঙিমায় উদযাপন করলেন, নিজের পোস্টার ঝুলিয়ে দিলেন স্ট্যান্ড থেকে। এক পর্যায়ে তো ঘুমিয়েও পড়েছিলেন! তবে ৮৬ মিনিটে মার্কোস রোহোর জয় নিশ্চিতকারী গোলে ম্যারাডোনা বেশিই ক্ষিপ্র হয়ে উঠে করলেন অশ্লীল অঙ্গভঙ্গী। “ফ্রম দ্য হ্যান্ড অব গড টু দ্য ফিঙ্গারস অব শেম”, পরদিন শিরোনাম হলো এমনই। 

     

     

    এবার ম্যারাডোনাকে নিয়ে মুখ খুললো ফিফা। ফুটবলের বিশাল বড় নাম হলেও বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শকদের প্রতি সম্মান জানাতে বলেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফার বিশ্বকাপ প্রধান নির্বাহী কলিন স্মিথ সাংবাদিকদের বলেছেন, ফুটবলের প্রচারে সাবেক আর্জেন্টাইন ফুটবলার বড় একটা ভূমিকা রাখছেন। তবে সবাইকে যথাযথ আচরণের অনুরোধ করেছেন তিনি। 

    “যারা ফুটবলের ইতিহাস লিখেছেন, অবশ্যই এই খেলায় ভূমিকা আছে তাদের। ডিয়েগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন, তিনিও অবশ্যই এই প্রচারণার অংশ।” 

    “আমরা সাবেক বা বর্তমান- সব ফুটবলার, স্টাফ, সমর্থক, সবার কাছ থেকেই গ্রহণযোগ্য আচরণ আশা করি।” 

    ম্যারাডোনার জন্য অবশ্য বিতর্ক নতুন কিছু নয়। ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়া, সাংবাদিককে এয়ার রাইফেল দিয়ে গুলি করা ছাড়াও কোকেন ও অ্যালকোহল আসক্তি নিয়ে বেশ লড়াই করতে হয়েছে তাকে।