• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    কোয়ার্টার ফাইনাল মিসের শঙ্কায় আছেন যারা

    কোয়ার্টার ফাইনাল মিসের শঙ্কায় আছেন যারা    

    দলকে কোয়ার্টার ফাইনাল নিয়ে যাওয়াই প্রথম লক্ষ্য। কিন্তু সেই কাজটা করে ফেললেও হয়ত পরের রাউন্ডে খেলা নাও হতে পারে অনেকের! শেষ ষোলর ম্যাচে আরেকটা হলুদ কার্ড দেখলে দল কোয়ার্টার ফাইনালে উঠলেও সেই ম্যাচে খেলা হবে না- এমন শঙ্কায় আছেন ৩৪ জন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমাররাও আছেন সেই তালিকায়। সবচেয়ে বেশি অবশ্য আর্জেন্টিনার খেলোয়াড়েরাই আছেন, মোট ৫ জন। পর্তুগালের আছেন ৪ জন। ব্রাজিল আর ফ্রান্সের ৩ জন করে।

     

     

    গ্রুপপর্বে এই ৩৪ জনের সবাই একটি করে হলুদ কার্ড দেখেছেন। তাই আরেকটি দেখলে খেলা হবে না পরের ম্যাচ। ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত ম্যাচগুলোয় দুইটি হলুদ কার্ড দেখলেই একটি ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েন খেলোয়াড়েরা। অবশ্য সেমিফাইনালের ফাইনালের পর আর এই নিয়ম কাজ করবে না। শেষ ষোল আর কোয়ার্টার ফাইনালের ম্যাচে 'দ্বিতীয়' হলুদ কার্ড দেখলে খেলা হবে না পরের ম্যাচ। আর সেটা না হলে ওই খেলোয়াড়েরাই আবার শূন্য থেকে শুরু করবেন সেমিফাইনাল  থেকে। অর্থাৎ সবাই তখন এক, অতীত কার্ডের রেকর্ড আর অকেজো হয়ে যাবে। শুধুমাত্র লাল কার্ড দেখলেই পরের ম্যাচ খেলতে পারবেন না কোনো খেলোয়াড়। 

     

     

    হলুদ দেখলেই যাদের খেলা হবে না কোয়ার্টার ফাইনাল

    আর্জেন্টিনা : মের্কাদো, মাসচেরানো, অটামেন্ডি, বানেগা, মেসি 
    বেলজিয়াম : মুনিয়ের, ভেট্রোনহেন 
    ব্রাজিল : কাসেমিরো, কৌতিনহো, নেইমার 
    কলম্বিয়া : হামেস রদ্রিগেজ ​
    ক্রোয়েশিয়া : রাকিটিচ, ভ্রাসালকো, জেদভা, পিয়াকা, মাঞ্জুকিচ 
    ডেনমার্ক : ডেলানি 
    ইংল্যান্ড : ওয়াকার 
    ফ্রান্স : মাতুইদি, পগবা, টলিসো 
    জাপান : কাওাশিমা, ইনুই
    মেক্সিকো : হেরেরা, গ্যালার্দো 
    পর্তুগাল : রোনালদো, ফার্নান্দেজ, সিলভা, কারেসমা, গেরেরো 
    রাশিয়া :  গলোভিন, স্মোলভ
    স্পেন : বুস্কেটস 
    উরুগুয়ে : বেন্টাকুর