• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    আর্জেন্টিনাকে বিদায় বললেন মাসচেরানো, বিলিয়া

    আর্জেন্টিনাকে বিদায় বললেন মাসচেরানো, বিলিয়া    

    আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। ফ্রান্সের সঙ্গে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এরপরই বিদায়ের ঘোষণা দিলেন এই মিডফিল্ডার। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড আছে তার। 

    ২০০৪ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল মাসচেরানোর। এরপর চারটি বিশ্বকাপেই খেলেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে খেলেছিলেন শততম ম্যাচ। এবার গ্রুপপর্বে নাইজেরিয়ার সঙ্গে বাঁচা-মরার ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে এসেছিল আর্জেন্টিনা। ফ্রান্সের সঙ্গে ৪-৩ গোলে হেরেই থেমে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনা জেতাটাই তাই আর্জেন্টিনার হয়ে মাসচেরানোর সবচেয়ে বড় অর্জন।

     

     

    ৩৪ বছর বয়সে এসে বিদায় জানিয়েছেন মাসচেরানো। তার দেখানো পথ অনুসরণ করেছেন আরেক মিডফিল্ডার লুকাস বিলিয়াও। তিনিও বিদায় বলেছেন জাতীয় দলকে। গত বিশ্বকাপে এই দুইজনের জুটিই আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিল অনেকদূর। এই বিশ্বকাপে বিলিয়া সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচ খেলার। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও বদলি হয়ে মাঠ ছেড়েছিলেন। মাসচেরানো-বিলিয়ার জুটিটা তাই স্মৃতি হয়ে গেল আর্জেন্টিনার জন্য।