বিশ্বকাপ থেকে কোনো টাকা নেবেন না এমবাপ্পে
আর্জেন্টিনার বিপক্ষে তিনিই ছিলেন ফ্রান্সের সেরা ফুটবলার। কিলিয়ান এমবাপ্পের গতি কাছেই মূলত পরাস্ত হয়েছে আর্জেন্টাইন রক্ষণভাগ। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোড়া গোল পাওয়া এমবাপ্পে জানিয়েছেন, তিনি প্রতি ম্যাচের ম্যাচ ফিই নাকি দান করে দেন দাতব্য কাজে!
ফ্রান্সের হয়ে খেলার সময় প্রতি ম্যাচ বাবদ এমবাপ্পে পান ১৭ হাজার পাউন্ড। সেই হিসাবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। তবে এমবাপ্পে অন্য সময়ের মতো এবারোও ম্যাচ ফি নেন নি। এমবাপ্পের মতে, তিনি টাকার জন্য জাতীয় দলের হয়ে খেলেন না, ‘বিশ্বকাপে খেলাটা স্বপ্নের মতো। আমি টাকার জন্য খেলি না।’
তাহলে এমবাপ্পের এই টাকা যায় কোথায়? তিনি সব টাকা দান করেন প্রেমেরিস ডি করডেস অ্যাসোসিয়েশন নামের একটি দাতব্য সংস্থায়। সেখানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও খেলাধুলার ব্যবস্থা করা হয়।