• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    এখনো ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে রোনালদোর: সান্তোস

    এখনো ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে রোনালদোর: সান্তোস    

    ছবি-স্পুটনিক 

     

    হয়ত নিজের শেষ বিশ্বকাপ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি। উরুগুয়ের কাছে পর্তুগালের ২-১ গোলের হারের একরাশ হতাশা নিয়েই কাল মাঠ ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন উঠেছে, হয়ত জাতীয় দলকেও খুব তাড়াতাড়ি বিদায় বলতে পারেন। তবে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলছেন, রোনালদো যেন আরও অনেকদিন জাতীয় দলের হয়ে খেলেন সেটাই সবাই চায়।

    গ্রুপ পর্বে রোনালদোর নৈপুণ্যেই শেষ ১৬ নিশ্চিত করেছিল পর্তুগাল। এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক সহ ৪ গোল করে গোল্ডেন বুটের দিকেও ভালোভাবেই এগুচ্ছিলেন সিআর সেভেন। কিন্তু সেই যাত্রা থেকে গেছে উরুগুয়ের বিপক্ষেই।

    সান্তোস বলছেন, এখনও পর্তুগাল ও ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে ৩৩ বছর বয়সী রোনালদোর, ‘অবশ্যই তার এখনও অনেক কিছুই দেওয়ার আছে ফুটবলকে। আগামী সেপ্টেম্বরেই ইউয়েফা নেশনস লিগ আছে। আমরা আশা করি তাকে সেখানে পাবো। আরও অনেকদিন জাতীয় দল ও ক্লাবের হয়ে খেলবে সে এটাই সবাই চায়।’

     

     

    প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্পেনের সাথে সমানে সমান লড়াই করে টুর্নামেন্টে ভালো কিছু করার আভাস দিয়েছিল পর্তুগাল। কিন্তু পরের ম্যাচগুলোকে সেরকম কিছু দেখা যায়নি। উরুগুয়ের কাছে তো হেরেই গেল তারা। সান্তোস এরকম বিদায়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইছে, ‘আমরা জানি আমাদের ম্যাচ দেখার জন্য পর্তুগালে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়েছে। সবাই চায় আমরা ম্যাচ জিতি। এভাবে বাদ পরে অবশ্য হতাশ। সমর্থকদের কাছে তাই ক্ষমা চাইছি। আশা করি পরের বিশ্বকাপে ভালো কিছু করবে পর্তুগাল।’ 

    চার বছর পর কাতার বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে কিনা, সেটা সময়ই বলে দেবে।