মেসি যেন এখনই অবসর না নেয়: মাসচেরানো
ছবি- মার্কা
গতবার কোপা আমেরিকার শিরোপা না জেতায় অভিমান করেই অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। দুইমাস পর অবশ্য অবসর ভেঙে ফিরে এসে দলকে নিয়ে এসেছেন বিশ্বকাপে। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ডেই। গুঞ্জন উঠেছে, হয়ত এরকম হারের পর পর জাতীয় দলকে বিদায় জানাতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। এরই মাঝে জাতীয় দলকে বিদায় বলে দেওয়া ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো বলছেন, দলের সাথে আরও কয়েক বছর থাকা উচিত মেসির।
ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলের হারের পর অবসরের ঘোষণা দিয়েছেন মাসচেরানো ও লুকাস বিলিয়া। মেসি অবসর নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও কোপার সেই অবসরের মতো কিছু একটা হয়ে যেতে পারে বলেই ধারণা করছেন সবাই।
মেসি গতবারের মতো আবেগি হয়ে অবসরের সিদ্ধান্ত নেবেন না বলেই আশা দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ মাসচেরানোর, ‘আশা করি মেসি জাতীয় দলের হয়ে আরও অনেকদিন খেলবে। সবার উচিত তাকে একটু একা থাকতে দেওয়া। সে জাতীয় দলের হয়ে খেলার সময় যত চাপে থাকে, আমার মনে হয়না পৃথিবীর কোনো ফুটবলার এত চাপ নেন। এখন মেসিকে শান্ত থাকতে হবে। পরিবারকে নিয়ে সে ছুটি কাটাতে যাক কোথাও। এরপর ফিরে এসে খেলা শুরু করতে হবে আগের মতো।’
দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়ার মেসির জন্যই সবচেয়ে বেশি কষ্ট লাগছে সার্জিও আগুয়েরোরও, ‘আমাদের সবার কষ্ট লেগেছে। কিন্তু মেসির কষ্টটা সবচেয়ে বেশি। সে আর্জেন্টিনার জন্য যে চাপ নিয়ে খেলেছে এত বছর, এমন হারে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক।’
আর্জেন্টিনা সমর্থকরাও হয়ত মাসচেরানোর মতো চাইছেন, মেসিকে যেন আরও অনেকদিন আকাশী নীল জার্সিতে দেখা যায়।