• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "স্পেনকে চমকে দিতে চায় রাশিয়া"

    "স্পেনকে চমকে দিতে চায় রাশিয়া"    

    ছবি-গোল ডটকম

    বিশ্বকাপের প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়েছিল তারা। সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিক রাশিয়া জানান দিয়েছিল, ঘরের মাঠে এবার কিছু একটা করে দেখাবে তারা। পরের ম্যাচে মিশরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা রাশিয়ার সামনে আজকে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। রাশিয়া কোচ স্তানিস্লাভ চেরচেশভ বলছেন, স্পেনকে চমকে দিয়ে অঘটন ঘটাতে প্রস্তুত তার দল।

    বিশ্বকাপে অংশ নেওয়া দলের মাঝে তাদের র‍্যাঙ্কিংই সবচেয়ে নিচে। তবে র‍্যাঙ্কিংয়ের ৭০ তম স্থানে থাকা রাশিয়া দাপটের সাথেই খেলেছে গ্রুপ পর্বে। উরুগুয়ের কাছে হেরে অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলবে রাশিয়া।

     

     

    স্পেনকে ফেভারিট মানলেও জয়ের আশা ছাড়ছেন না চেরচেশভ, ‘এই ম্যাচে যে স্পেন ফেভারিট এটা আমরাও মানছি। তাদের দলে দারুণ কিছু ফুটবলার আছেন, তারা নিজেদের স্কোয়াডের শক্তির প্রমাণ আগেই দিয়েছেন। তবে ঈশ্বর যদি চান তাহলে রাশিয়াও জিততে পারে! এরকম টুর্নামেন্টের নকআউট পর্বের ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। তাই আশা ছাড়লে চলবে না।’

     

    হারলেই বিদায়, এমন ম্যাচে নিজেদের সবটুকু দিয়ে লড়বে রাশিয়া, জানালেন চেরচেশভ, ‘এটা আসলে বাঁচা মরার লড়াই। একটাই দল কোয়ার্টারে যাবে। সবাই বলে এমন ম্যাচে চাপ থাকবে। ব্যাপারটা আসলে চাপ না, এটা দায়িত্ব। আমাদের এই দায়িত্বটা আছে ঘরের মাঠের দর্শকের জন্য, স্পেনের আছে। স্টেডিয়ামে সমর্থন জানাতে আসা কিংবা রাশিয়ার যেকোনো প্রান্তে বসে খেলা দেখা মানুষদের কথা ভেবেই আমরা খেলব।’

    রাত ৮টায় মুখোমুখি হবে রাশিয়া ও স্পেন।