মেয়ের গডফাদারের বিপক্ষে খেলাটা সহজ নয়: গ্রিযমান
সারা বছর দুজন খেলেন একসাথেই। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের দুই বন্ধু আঁতোয়া গ্রিযমান ও ডিয়েগো গডিনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এবারের বিশ্বকাপ। রাশিয়াতে কোয়ার্টার ফাইনালে লড়বে ফ্রান্স ও উরুগুয়ে, তাই একে অন্যের বিপক্ষে খেলবেন গ্রিযমান ও গডিন। প্রতিপক্ষ হিসেবে উরুগুয়ের নাম নিশ্চিত হওয়ার পরই গ্রিযমান বলছেন, গডিনের বিপক্ষে মাঠে নেমে খানিকটা আবেগী হয়ে পড়বেন তিনি।
নিজের মেয়ের ‘গডফাদারের’ বিপক্ষে খেলাটা কঠিন হবে গ্রিযমানের জন্য, ‘ডিয়েগো আমার খুব ভালো বন্ধু। প্রতিদিন আমি তার সাথেই ড্রেসিংরুম কিংবা মাঠে অনেকটা সময় কাটাই। সে আমার মেয়ের ‘গডফাদার’। এজন্য তার বিপক্ষে মাঠে নামার সময় আবেগ তো কাজ করবেই!’
গডিনের কথা শুনেই অ্যাটলেটিকোতে এসেছিলেন, জানালেন গ্রিযমান, ‘যখন আমি অ্যাটলেটিকোকে আসি, তার আগে গডিনই আমাকে ফোন করেছিল। সেই চেয়েছিল আমি যেন ক্লাবে যোগ দেই। যাকে এত বছর ধরে চিনি, তার বিপক্ষে খেলা সহজ হবে না। সে আমার ব্যাপারে সব জানে, আমিও তার ও হোসে মারিয়ার ব্যাপারে সবই জানি! আমি আমার দেশকে ভালোবাসি, আশা করি ম্যাচটা খুব ভালো হবে।’
আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-উরুগুয়ে।