পুতিনের অনুপ্রেরণাতেই রাশিয়ার জয়?
ম্যাচের আগেই কোচ স্তানিস্লাভ চেরচেশভ বলেছিলেন, স্পেনকে চমকে দিয়ে কোয়ার্টারে যেতে চায় রাশিয়া। শেষ পর্যন্ত চমকই দেখাল তারা। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে স্বাগতিক রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলছেন, ম্যাচের আগে রাশিয়ার কোচকে ফোন করে ‘সাহস’ যুগিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের কথার অনুপ্রেরণাতেই নাকি রাশিয়ার এমন জয়!
র্যাঙ্কিংয়ের দিক দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলোর মাঝে সবচেয়ে নিচুতে আছে রাশিয়া। ৭০তম স্থানে থাকা রাশিয়া বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতেই নিশ্চিত করেছিল পরের রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে স্পেনকে অবিশ্বাস্যভাবে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেছে রাশিয়ানরা।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দেখতে মাঠে আসতে পারেননি পুতিন। তবে পেশকভ জানিয়েছেন, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে চেরচেশভের সাথে কথা বলেছিলেন তিনি, ‘দুপুরের দিকে তিনি রাশিয়ার কোচকে ফোন দেন। ম্যাচকে সামনে রেখে পুরো দলকে শুভকামনাও জানান। তিনি বলেন, এরই মাঝে রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করেছে। স্পেনের বিপক্ষে ফলাফল যাই হোক না কেনও দলের সবাইকে রাশিয়ান সমর্থকরা সাধুবাদ জানাবে বলেও আশ্বস্ত করেন তিনি। রাশিয়া শেষ পর্যন্ত জিতেছে, দলের এমন জয়ে সবার মতো তিনিও অনেক বেশি আনন্দিত।’
সোচিতে আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে রাশিয়া। সেই ম্যাচের আগেও নিশ্চয়ই পুতিনের ফোনের আশায় থাকবেন চেরচেশভ!