বিশ্বকাপ শেষ কাভানির?
৭৪ মিনিটে যখন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাঁধে ভর করে মাঠ ছাড়েন, ততক্ষণে জোড়া গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। বা পায়ের মাংসপেশিতে চোট পাওয়া এডিসন কাভানির গোলের সুবাদেই পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। তবে কোয়ার্টারে ফ্রান্সের বিপক্ষে কাভানি খেলতে পারবেন কিনা, সে নিয়ে ম্যাচের পর থেকেই চলছে নানা আলোচনা। এবার গুঞ্জন উঠেছে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই পিএসজি ফরোয়ার্ডকে। ফলে রাশিয়া বিশ্বকাপে আর নাও দেখা যেতে পারে কাভানিকে।
কোয়ার্টার ফাইনালের বাকি মাত্র ৫ দিন। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ কাভানির ইনজুরি নিয়ে ম্যাচের পর নিজেই বলেছিলেন, সেরে ওঠার জন্য খুব কম সময়ই পাচ্ছেন কাভানি। যদিও ম্যাচের পরের দিন কাভানি জানিয়েছিলেন, চোট খুব একটা গুরুতর নয়, পরীক্ষার পরই জানাতে পারবেন কবে মাঠে ফিরছেন।
এখনো পরীক্ষার রিপোর্ট সামনে না এলেও দ্যা টেলিগ্রাফ বলছে, কাভানির চোটটা বেশ গুরুতর। কমপক্ষে ৩ থেকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে তাকে। যদি চোট এতটাও গুরুতর না হয়, তাও ফ্রান্সের বিপক্ষে খেলা অনেকটাই অনিশ্চিত তার।
শেষ পর্যন্ত কাভানি এই বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন কিনা, সেটা নিশ্চিতভাবে জানা দুই একদিনের মাঝেই।