• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুলেই থাকছেন সালাহ

    লিভারপুলেই থাকছেন সালাহ    

    এই মৌসুমেই মাদ্রিদে যাওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোহামেদ সালাহ লিভারপুলেই থাকছেন। পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেছেন অল রেডদের সঙ্গে। নতুন চুক্তির পর ভার্জিল ফন ডাইক ও রবার্তো ফিরমিনোর সঙ্গে লিভারপুলের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হলেন সালাহ।

     

     

    স্বপ্নের মতো একটা মৌসুম কাটিয়েছিলেন এবার। লিভারপুলের হয়ে ৫২ ম্যাচে করেছেন ৪৪ গোল, ৩২ গোল করে হয়েছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার। পিএফএ বর্ষসেরা ফুটবলার হয়েছেন, দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। সালাহ অ্যানফিল্ডে থাকবেন কি না, সেটা নিয়েই ছিল প্রশ্ন। তবে সেই গুঞ্জনের অবসান হয়েছে। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও বলেছেন, সালাহর মতো কেউ যখন অ্যানফিল্ডকে নিজের বাড়ি মনে করেন লিভারপুলের জন্য সেটা অনেক বড় একটা পাওয়া।

    নতুন চুক্তিতে সালাহর জন্য কোনো রিলিজ ক্লজ রাখা হয়নি, এমনই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।