• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "মেক্সিকোর সঙ্গে আসল নেইমারকে দেখা যাবে"

    "মেক্সিকোর সঙ্গে আসল নেইমারকে দেখা যাবে"    

    ছবি- ফিফা ডটকম

     

    ‘নেইমার এখনও শতভাগ ফিট নন’, পুরো গ্রুপপর্ব জুড়েই এমনটা বলেছিলেন ব্রাজিল কোচ তিতে। খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন বলেই আশাবাদী ছিলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগে তিতে বলছেন, এই ম্যাচে দেখা যাবে নেইমারের সেরা পারফরম্যান্স।

    প্রায় তিনমাস পর ইনজুরি থেকে ফিরেই গোল করেছিলেন প্রস্তুতি ম্যাচে। গোল পেয়েছেন কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বেও। কিন্তু গ্রুপ পর্বেও নিজের সেরা খেলাটা খেলতে পারেননি নেইমার, এমনটা বলেছিলেন খোদ তিতেই।

     

     

    দ্বিতীয় রাউন্ডে দেখা যাবে পুরনো নেইমারকে, বিশ্বাস তিতের, ‘ইনজুরি থেকে ফেরার পর সে বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপ পর্বে সে ভালোই খেলেছে। কিন্তু তাকে নিয়ে আমাদের আশা অনেক বেশি। মেক্সিকোর বিপক্ষে নিজের সেরা ফর্ম খুঁজে পাবে নেইমার, এটা ব্রাজিলের সবার মতো আমিও চাই।’

    এরই মাঝে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে জার্মানি, আর্জেন্টিনা, স্পেন। মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের পরিণতিও কি একই হবে? তিতে বলছেন, মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা একদমই সহজ হবে না, ‘মেক্সিকো জার্মানিকে হারিয়েছে গ্রুপ পর্বে। ম্যাচটা অবশ্যই কঠিন হবে। তবে আমরা নিজেদের খেলাটা খেলতে পারলেই জয় পাব আশা করি।’

    রাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি ব্রাজিল-মেক্সিকো।