• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০১৫
  • " />

     

    স্টেইনদের দিনে 'ব্যাকফুটে' বাংলাদেশ

    স্টেইনদের দিনে 'ব্যাকফুটে' বাংলাদেশ    

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৮.১ ওভারে ২৪৬/৮ (তামিম ৬, ইমরুল ৩০, মুমিনুল ৪০, মাহমুদউল্লাহ ৩৫, মুশফিক ৬৫, সাকিব ৩৫, লিটন ৩, নাসির ১৩*, শহীদ ১; দুমিনি ৩/২৭, স্টেইন ৩/৩০, এলগার ১/২২, মর্কেল ১/৪৫)

     

    চার চারজন স্বীকৃত ব্যাটসম্যান থিতু হয়ে উইকেট ‘দান’ করে এলে যা হয় ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের অবস্থা সেটার ব্যতিক্রম কিছু নয়। তার ওপর এগারো ইনিংস পর টেস্ট অর্ধশতক পাওয়া অধিনায়ক মুশফিকুর রহিমকে যদি ফিরতে হয় ‘দুর্ভাগ্যজনক’ সিদ্ধান্তে, তবে ৮ উইকেটে ২৪৮ রানের সংগ্রহটা খুব কম মনে হওয়ার সুযোগ কদাচিৎই থাকে! দীর্ঘদিন পর দলে ফেরা নাসির হোসেনের কাঁধেই এখন ইনিংস টেনে নেয়ার দায়িত্ব।

     

     

    দিনের শুরুতেই ডেল স্টেইনের ৪০০তম টেস্ট শিকারে পরিণত হয়ে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। ৬৯ রানের একটি মোটামুটি ভালো জুটি উপহার দিয়ে মমিনুল-ইমরুল সাজঘরের পথে হাটেন খানিক আগেপরেই। দু’জনের ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ৪০ ও ৩০। এরপর বাংলাদেশের পক্ষে দিনের সবচেয়ে সফল জুটিতে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম যোগ করে আরও ৩০ রান। স্টেইনের ৪০১তম শিকার হয়ে মাহমুদুল্লাহ যখন শর্ট মিড উইকেটে ক্যাচ তুললেন, তাঁর ব্যক্তিগত সংগ্রহ তখন ৩৫ রান।

     

     

    মুশফিক-সাকিব জুটিতেও বড় সংগ্রহের আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য মুশফিকের, বাংলাদেশের তো বটেই; ডিন এলগারের বল অফ স্ট্যাম্পের বাইরে পড়ে বাঁক খেয়ে ভেতরে ঢোকার মুখে লাফিয়ে ওঠে। রক্ষণাত্মক মুশফিকের ব্যাট ফাঁকি দিয়ে সেটা উইকেটরক্ষকের তালুবন্দী হয়। অথচ কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙ্গুল তুলে দেন। ‘রিভিউ’ চেয়েও মুশফিকের দুর্ভাগ্য কাটলো না। বল মুশফিকের গ্লাভস ছুঁয়েছিল কিনা সে বিষয়ে প্রযুক্তির সহায়তায় সিদ্ধান্তে আসা না গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্তেই অনড় থাকলেন।

     

    বাজে শট খেলে লিটন দাস ফিরে যাবার পর সাকিব আল হাসানও ফেরেন ব্যক্তিগত ৩৫ রানে, থিতু হওয়া আরও একটি মূল্যবান উইকেট বিলিয়ে দিয়ে। দিনশেষে ১৩ রানে অপরাজিত নাসিরের সঙ্গী হয়ে কাল নবম ব্যাটসম্যান হিসেবে উইকেটে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান।

     

     

    দিনশেষের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মমিনুল হক প্রথম ইনিংসে ৩০০ রানের লিড ‘যথেষ্ট’ বলে জানিয়ে গেলেন। দুই টেলএন্ডারকে নিয়ে কাল সেটাই নাসির হোসেন করতে পারেন কিনা তাই এখন দেখার বিষয়।