নেইমারের 'অভিনয়' খেলার সৌন্দর্যকে নষ্ট করছে: ওসোরিও
প্রথমার্ধে অনেকটাই দাপটের সাথে খেলেছিল তার দল। তবে দ্বিতীয়ার্ধে নেইমার-উইলিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্সে আবারও ব্রাজিলের কাছে হেরেই বিদায় নিতে হলো মেক্সিকোকে। পুরো ম্যাচেই চোখ ধাঁধানো পারফর্ম করা নেইমার বলতে গেলে একাই হারিয়ে দিয়েছে হুয়ান কার্লোস ওসোরিওর মেক্সিকোকে। ওসারিও অবশ্য নেইমারের খেলায় ‘মুগ্ধ’ হননি একটুও, উল্টো বলছেন, নেইমারের ‘অভিনয়’ ফুটবলের সৌন্দর্যকে নষ্ট করছে।
আগের ম্যাচগুলোর মতো মেক্সিকোর বিপক্ষেও বারবার ফাউলের শিকার হয়েছে, রেফারিকেও খেলা থামাতে হয়েছে অনেকবার। সাইডলাইনের বাইরে পায়ে বুটের আঘাত পাওয়ায় নেইমারের জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়েছিল, এই ঘটনায় দুই পক্ষের ফুটবলারদের মাঝে কিছুটা উত্তেজনাও ছড়িয়েছে।
নেইমার আঘাত পাওয়ার ‘অভিনয়’ করে খেলার গতি শ্লথ করেছেন, অভিযোগ ওসোরিওর, ‘তার অভিনয় খেলার সৌন্দর্যকে নষ্ট করেছে। একজনের জন্য ম্যাচের ৪ মিনিট নষ্ট হলো! এটা খেলার জায়গা, অভিনয়ের নয়। যেসব বাচ্চারা খেলা দেখছে তারা কী শিখবে এসব থেকে?’
রেফারি ব্রাজিলের পরটি পক্ষপাতদুষ্ট ছিলেন বলেই জানালেন ওসোরিও, ‘সবকিছুই ব্রাজিলের পক্ষে ছিল। রেফারিও বারবার খেলা থামাচ্ছিলেন। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। কিন্তু দুঃখজনক ভাবে আমাদেরই হারতে হয়েছে।’
তবে ওসোরিওর সাথে মোটেও একমোট নন ব্রাজিল কোচ তিতে, 'সে কারো পায়ের ওপরে উঠে যায়নি, তাঁকেই আঘাত করা হয়েছে। আমি ওই ঘটনার সময় নেইমারের পাশেই দাঁড়িয়ে ছিলাম। সবাই দেখেছে কী হয়েছে সেখানে। চাইলে আবারও ভিডিও ফুটেজ দেখতে পারেন কারো যদি সন্দেহ থাকে।'
মেক্সিকোর বিপক্ষে এই জয়ে কোয়ার্টারে উঠেছে ব্রাজিল, তাদের খেলা জাপানকে হারানো বেলজিয়ামের সাথে।