নিখুঁত নয়,জিততে পেরেই খুশি বেলজিয়াম কোচ
ছবি-মার্কা
অবিশ্বাস্য এক ফিরে আসার গল্প রচনা করেছে বেলজিয়াম। জাপানের বিপক্ষে ২-০ তে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তে নাসের চাদলির গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা। শ্বাসরুদ্ধকর এক ম্যাচের পর বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, নিখুঁত ফুটবল না, তার কাছে দিনশেষে জয়টাই বড় কথা।
১৯৭০ সালের পর এই প্রথমবার নকআউট পর্বে ২-০ গোলে পিছিয়ে থেকেও জিতল কোনো দল। দ্বিতীয়ার্ধের শেষ আধ ঘণ্টায় বেলজিয়ামের দুর্দান্ত পারফরম্যান্সেই হার মেনেছে জাপানিজরা। দলের পারফরম্যান্সে শতভাগ খুশি না হলেও কোয়ার্টারে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মার্টিনেজ, ‘আজকে কোনও নেতিবাচক কথা বলতে চাই না। কোয়ার্টারে পৌঁছানোই ছিল আমাদের লক্ষ্য, সেটা আমরা পূরণ করেছি। আমার দলকে নিয়ে আমি গর্বিত। জয়ের মনোভাব রেখেই সবাই খেলেছে। বিশ্বকাপের নকআউট পর্বে জয়টাই আসল, নিখুঁত ফুটবল খেলা না।’
দুর্দান্ত লড়াইয় করেই হেরেছে সামুরাইরা। জাপানের খেলায় মুগ্ধ মার্টিনেজ, ‘বিশ্বকাপে এমনটা হয়। জাপানকে শুভকামনা জানাতে চাই ভবিষ্যতের জন্য। তারা অসাধারণ খেলেছে। এক পর্যায়ে তো তারা আমাদের হতাশই করে দিয়েছিল! সেই পরীক্ষায় অবশ্য আমরা শেষ পর্যন্ত উতরে গেছি। দারুণ একটা ম্যাচ হয়েছে।’
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’। লুকাকু-হ্যাজার্ডরা কি পারবেন সেলেসাওদের হারিয়ে সেমিতে পৌঁছাতে?