• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    আমাকে খাটো করার জন্যই 'অভিনয়ের' অভিযোগ: নেইমার

    আমাকে খাটো করার জন্যই 'অভিনয়ের' অভিযোগ: নেইমার    

    ছবি-সিএনএন

    রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন। ২৩ বার ফাউল করা হলেও নেইমারের দিকে অভিযোগের তীর, তিনি নাকি আঘাত পাওয়ার ‘অভিনয়’ করেন। মেক্সিকো কোচ ওসোরিও তো কালকের ম্যাচের পর বলেই দিয়েছেন, নেইমারের অভিনয় ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে! তবে নেইমার বলছেন, তাকে খাটো দেখানোর জন্যই এসব অভিযোগ আনা হচ্ছে।

    আগের ৪ ম্যাচের মতো কালও বারবার ফাউল করা হয়েছে নেইমারকে। তবে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে সাইডলাইনের বাইরে সেই বুটের আঘাত পাওয়ার ঘটনা। মেক্সিকো দাবি করছে, ইচ্ছা করে নেইমারকে আঘাত করা হয়নি। ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়েছে, নেইমারকে আঘাত করায় রেফারির কঠিন হওয়া উচিত ছিল।

    নিন্দুকের কথায় খুব বেশি মাথা ঘামাচ্ছেন না নেইমার, ‘আসলে সবকিছু আমাকে খাটো দেখানোর জন্যই করা হচ্ছে। এসব অভিযোগ নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না কখনোই। এমনকি সংবাদমাধ্যমের কোনো কথাতেও না। গত দুই ম্যাচে আমি সাংবাদিকদের সাথে কথাও বলিনি, কারণ অনেক বেশি মানুষ আমার ব্যাপারে কথা বলছিল। আমি শুধু খেলায় মনোযোগ দিতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই। এটার জন্যই আমি বিশ্বকাপ খেলতে এসেছি। অন্যকিছুর দিকে মনোযোগ দিতে চাই না।’   

     

     

    ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে বলেছিলেন, মেক্সিকোর বিপক্ষেই দেখা যাবে আসল নেইমারকে। হয়েছেও তেমনটাই, নেইমার গোল করেছেন, ফিরমিনোর গোলের অ্যাসিস্টও ছিল তার। নেইমার বলছেন, আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছেন তিনি, ‘ইনজুরি থেকে ফেরার পড়েই জানতাম, পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। মেক্সিকোর বিপক্ষে অনেকটাই ভালো বোধ করছি। ব্যক্তিগত নয়, পুরো দলের পারফরম্যান্সেই আমি দারুণ খুশি।’

    বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়বে ব্রাজিল। নেইমার কি পারবেন বেলজিয়াম বাধা পেরিয়ে ব্রাজিলকে সেমিতে নিয়ে যেতে?