জার্মানির কোচ থাকছেন লোই
ছবি-মার্কা
বিশ্বকাপটা এমন দুঃস্বপ্নের মতো কাটবে, সেটা হয়ত কল্পনাতেও ভাবেননি তিনি। প্রথম রাউন্ড থেকেই গতবারের চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর প্রশ্ন উঠেছিল কোচ জোয়াকিম লোর থাকা নিয়েও। তবে বিশ্বকাপ হতাশার পরেও বরখাস্ত হচ্ছেন না লো, তাঁকেই কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
এই বিশ্বকাপের কিছুদিন আগেই ফেডারেশনের সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি হয়েছিল লোর। তবে জার্মানির বিদায়ের পর গুঞ্জন উঠেছিল, দ্রুতই তাকে বরখাস্ত করে নতুন কোচের সন্ধানে নামবে জার্মান ফুটবল ফেডারেশন। লো যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে ওই সময় কিছুই বলতে চাননি। শুধু এটুকই বলেছিলেন, খুব তাড়াতাড়ি তার কোচ থাকা না থাকার ব্যাপারে নিশ্চিত হবেন সবাই। গতকাল ফুটবল ফেডারেশনের সহ সভাপতি রেইনার কোচ বলেছিলেন, লোর সাথে আলোচনা করেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
শেষ পর্যন্ত আগের সাফল্যকে মাথা রেখে লোকেই দায়িত্বে বহাল রেখেছে জার্মানি। বিশ্বকাপের দুঃস্বপ্নের পর দলকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেই। আগামী ইউরোকে সামনে রেখে আবারও আগের রূপে ফিরবে জার্মানি, ফেডারেশন আশা করছে এমনটাই।
সূত্র- দ্যা ডেইলি সান