• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বেতন ছাড়াই আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

    বেতন ছাড়াই আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা    

    বিশ্বকাপ থেকে  আর্জেন্টিনার বিদায়ের পর কোচ হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করার কথা শোনা যাচ্ছে আর্জেন্টিনায়। কিন্তু সাম্পাওলি নাকি নিজে থেকেই সরে যেতে চাইছেন না। আর্জেন্টিনার কোচ হিসেবে নিজেদের কৌশল বাস্তবায়নের জন্য আরও সময় চেয়েছেন তিনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী সাম্পাওলিকে বরখাস্ত করলে এফএ এর কাছে থেকে চুক্তির বাকি অর্থ দাবি করবেন সাম্পাওলি। গত বছর ৫ বছরের চুক্তিতে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিয়েছিলেন সাম্পাওলি। তাকে বরখাস্ত করলে তাই বাকি চার বছরের বেতনও পরিশোধ করতে হবে এফএকে।  

    নতুন কোচ কে হবেন সেটা নিয়ে তাই এখনই ভাবার সময় পাচ্ছে না এফএ। দুঃসময়ে আর্জেন্টিনার পাশে দাঁড়াতে চান ডিয়েগো ম্যারাডোনা। সুযোগ পেলে বেতন ছাড়াই আর্জেন্টিনাকে কোচিং করাবেন বলে মন্তব্য করেছেন ফুটবলের কিংবদন্তী। ভেলেজুয়েলার এক টেলিভিশন অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছেন, "লোকে ভাবতে পারে আমি খুশি হয়েছি। কিন্তু আমার হৃদয় আসলে ভেঙে গেছে। এতো পরিশ্রম দিয়ে আমরা যা গড়ে তুলেছিলাম, সেটা সহজেই ধ্বংস হয়ে গেছে।" আর্জেন্টিনার কোচ হতে চান কি না এমন প্রশ্নের জবাবেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন, "হ্যাঁ, সুযোগ হলে আমি বিনা বেতনে এই কাজটা করতাম। এর বিনিময়ে আমার কিছু পাওয়ার আশা নেই।" 

     

     

    ২০১০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। সেবারও বাছাইপর্বে ধুঁকেছে আর্জেন্টিনা, পরে জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল ম্যারাডোনার দল। এরপর গত ৮ বছরে মাত্র দুইটি ক্লাবে কোচিং করিয়েছেন, ম্যারাডোনা ইচ্ছার কথা জানালেও এফএর সেটা কানে তোলার সম্ভাবনা নেই বললেই চলে।