ফিরছে বাংলাদেশের 'টেস্ট' পরীক্ষা, 'পেস' পরীক্ষা
কবে, কখন
স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ড, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
৪-৮ জুলাই, ২০১৮
বাংলাদেশ সময় ২০০০
অ্যান্ডি রবার্টস এন্ড। কার্টলি অ্যামব্রোস এন্ড। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস গ্রাউন্ডের দুই এন্ডের নাম। দুই কিংবদন্তি ক্যারিবীয় পেসার। এই নামগুলিই যেন আরেকবার মনে করিয়ে দিচ্ছে, পেসই অনেক বড় পরীক্ষা নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের সামনে। অথবা বলা যায়, বাংলাদেশ গিয়ে হাজির এই পেস-পরীক্ষার কেন্দ্রে। বাংলাদেশ আবার নামছে টেস্ট খেলতে, প্রায় পাঁচ মাস বিরতির পর। সঙ্গে ফিরছে তাই পেস বোলিং খেলা ও করার পুরোনও চ্যালেঞ্জও।
ফুটবল বিশ্বকাপের নক-আউট পর্বের প্রথমধাপ পেরিয়েছে মাত্র, বাংলাদেশের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এরই মাঝে। এমনিতে র্যাঙ্কিংয়ের আট ও নয় নম্বর দলের খেলা- লড়াইটা সে হিসেবে হওয়ার কথা হাড্ডাহাড্ডিই। তবে তার আগে এই পেস পরীক্ষা সামাল দিতে হবে বাংলাদেশকে। কেমার রোচ, মিগুয়েল কামিন্স, জ্যাসন হোল্ডারদের সঙ্গে যে পরীক্ষার অনেক কঠিন প্রশ্নগুলো করবেন দারুণ ফর্মে থাকা শ্যানন গ্যাব্রিয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে গ্যাব্রিয়েলের পরিসংখ্যান ভীতিজাগানিয়া- ১৪.৯৫ গড়ে ২০ উইকেট।
শুধু যে ব্যাটসম্যানদের পরীক্ষা, ব্যাপারটা তা নয়। পরীক্ষাটা বোলারদেরও। দেশের মাটিতে স্পিন-আক্রমণে বেশ ভালভাবেই সাম্প্রতিক সময়ে টেস্টে উৎরে গেছে বাংলাদেশ, তবে খটকা রয়ে গেছে ওই পেস-ব্যাটারিতেই। মুস্তাফিজুর রহমান নেই, ক্যারিবীয় সফরের টেস্ট স্কোয়াডে থাকা চারজন পেসার মধ্যে সবচেয়ে ভাল গড় তাই কামরুল ইসলাম রাব্বির। তার অভিজ্ঞতা ৫ টেস্টের, গড় ৫৫.৪১। সবচেয়ে অভিজ্ঞ রুবেল হোসেন, তবে ২৫ টেস্টে তার গড় ৭৯।
স্পিনে অবশ্য মূল দায়িত্বটা 'নতুন' অধিনায়ক সাকিব আল হাসানেরই। এই ক্যারিবীয়তেই টেস্ট অধিনায়কত্ব শুরু করেছিলেন সাকিব, ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার চোটে পেয়েছিলেন দায়িত্ব। শ্রীলঙ্কার সঙ্গে গত হোম সিরিজের আগে আবার অধিনায়ক করা হয়েছিল তাকে, তবে খেলতে পারেননি চোটের কারণে। অধিনায়কত্বের নতুন অধ্যায়টা তাই শুরু হচ্ছে সেই ক্যারিবীয়তেই।
দেশের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানোর পেছনে বেশ বড়সড় অবদান ছিল সাকিবের স্পিনের। তাইজুল-মেহেদিকে নিয়ে কি সেটার পুনরাবৃত্তি করতে পারবেন সাকিব? কন্ডিশন অবশ্য তাকে সমর্থন দেবে না সেভাবে, পেসারদের কাছ থেকেই সেই আশাটা করতে হবে তাকে।
দেশের বাইরে শেষ টেস্ট সিরিজটা অবশ্য মোটেই সুখকর ছিল না বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে হোয়াইটওয়াশ হয়ে এসে তো বদলে ফেলা হয়েছে অধিনায়কই। সেদিক দিয়ে চাঙ্গা ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের সঙ্গে হেরে এলেও শ্রীলঙ্কার সঙ্গে দারুণ এক সিরিজ ড্র করেছে জ্যাসন হোল্ডারের ‘তরুণ’ দল।
রঙ্গমঞ্চ
এই ভেন্যুতে শেষ টেস্টটা হয়েছিল ২০১৬ সালে। সেবারই এই মাঠের সর্বোচ্চ স্কোরটা করেছিল ভারত। সব মিলিয়ে হয়েছে ৫টি টেস্ট, তিনটি ড্র, একটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাপমাত্রার পূর্বাভাসে প্রথম চারদিন আছে ২৮-২৯ ডিগ্রী, তবে পঞ্চম দিনে আছে বৃষ্টির পূর্বাভাস। প্রথম ইনিংসে এই ভেন্যুতে গড় স্কোর ৪৫০-এর ওপরে, টসে জিতে অধিনায়কদের ব্যাটিং নেওয়ার সম্ভাবনাও বেশি তাই।
যাঁদের ওপর চোখ
মুমিনুল হক
শ্রীলঙ্কা সিরিজে বেশ জবাব দিয়েছিলেন সমালোচনার। তবে পরের পরীক্ষার জন্য আর সবার চেয়ে অপেক্ষাটা লম্বা মুমিনুল হকের জন্যই। সবকিছু মিলিয়ে তার ‘টেস্ট বিশেষজ্ঞ’-এর তকমা, বাংলাদেশের টেস্ট খেলার পাঁচ মাসের বিরতিতে তাই অনিচ্ছাকৃত বিরতি নিতে হয়েছিল এই বাঁহাতি ব্যাটসম্যানকেও। দেশের বাইরের সিরিজে জবাবটা কেমন দিবেন মুমিনুল?
শ্যানন গ্যাব্রিয়েল
মূলত শ্রীলঙ্কা সিরিজটাই আগ্রহ বাড়িয়ে দিয়েছে অনেক। ১৯৮১ সালে মাইকেল হোল্ডিংয়ের পর এই প্রথম কোনও ওয়েস্ট ইন্ডিয়ান বোলার তিন ম্যাচের সিরিজে নিয়েছেন ২০ বা তার বেশি উইকেট। এক টেস্টেই নিয়েছেন ১৩ উইকেট, ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশের শেষ টেস্টের একাদশের তিনজন নেই স্কোয়াডেই- সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান। লেট মিডল অর্ডারে সাব্বিরের অনুপস্থিতি চোখে লাগবে না, তবে বোলিং আক্রমণটা শেষ টেস্টের একাদশ থেকে বেশ বদলাবে। এ ম্যাচ দিয়েই ফিরছেন সাকিব আল হাসানও।
বাংলাদেশ- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরি
এ সিরিজ দিয়েই চোট কাটিয়ে দলে ফিরছেন শিমরন হেটমায়ার। প্রস্তুতি ম্যাচে করেছেন সেঞ্চুরিও। তবে মূল একাদশে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শক্তি বাড়াতে চাইলেই শুধু ডাক পড়তে পারে এই বাঁহাতি ব্যাটসম্যানের। চার পেসারের সঙ্গে স্পিনার দেবেন্দ্র বিশুর আক্রমণ নিয়েই নামার সম্ভাবনা বেশি ওয়েস্ট ইন্ডিজের।
ওয়েস্ট ইন্ডিজ- ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রসটন চেজ, শেন ডওরিচ, জ্যাসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল
সংখ্যার খেলা
- আর ১৫ রান হলেই প্রথম বাংলাদেশী হিসেবে ৪ হাজার রান পূর্ণ হবে তামিম ইকবালের
- শেষ ক্যারিবীয় সফরে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তাইজুল ইসলাম
- মোহাম্মদ আশরাফুলের সমান ৬১ টেস্ট খেলা হবে মুশফিকুর রহিমের, বাংলাদেশের যা সর্বোচ্চ