অনুশীলনে ফিরলেন মার্সেলো
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয়েছিল তাকে। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে পিঠের ইনজুরির কারণে খেলা হয়নি মার্সেলোর। কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে আবারও ব্রাজিল দলে ফেরার লড়াইটা চালিয়ে যাচ্ছেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে দলের অনুশীলনে যোগ দিয়ে আভাস দিয়েছে একাদশে ফেরার। মার্সেলোর পাশাপাশি অনুশীলনে দেখা গেছে ইনজুরিতে থাকা ডগলাস কস্তা ও দানিলোকেও।
মার্সেলোর মাঠ ছাড়ার পর দলের চিকিৎসক বলেছিলেন, হোটেলের তোশকের কারণেই পিঠে ব্যথা হয়েছিল তার। সার্বিয়ার বিপক্ষে জয়ের পর মার্সেলো নিজেই বলেছিলেন, সুস্থ হয়ে ফিরতে খুব একটা সময় লাগবে না, মেক্সিকোর বিপক্ষে ফেরার ব্যাপারে আশাবাদীও ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে নামাননি তিতে, তার জায়গায় খেলেছেন ফিলিপে লুইস।
পিঠের সেই ব্যথা এখন অনেকটাই সেরে গেছে মার্সেলোর। অনুশীলনে দলের অন্যদের সাথে প্রায় পুরো সময়টাই কাটিয়েছেন। ইনজুরির প্রভাব যে নেই, সেটা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে অনুশীলন গ্রাউন্ডেই। মার্সেলোর মতো পুরো সময় অনুশীলনে কাটিয়েছেন দানিলো ও কস্তা। বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার জন্যই নিজেদের প্রস্তুত করছেন তারা।
রাশিয়াতে পা রাখার পর থেকেই ইনজুরি সমস্যায় ভুগছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে এই প্রথম স্কোয়াডের ২৩ জনকেই ফিট পাচ্ছেন তিতে।