কাভানির আশা ছাড়ছে না উরুগুয়ে
ক্রিশ্চিয়ানো রোনালদোর কাঁধে ভর দিয়ে যেভাবে মাঠ ছেড়েছিলেন, তাতেই শঙ্কাটা জেগেছিল উরুগুয়ের। ম্যাচ শেষে কোচ অস্কার তাবারেজও উদ্বেগকরা কন্ঠে বলেছিলেন, এডিনসন কাভানি বিশ্বকাপে খেলতে পারবেন কি না সেটা নিয়ে নিশ্চিত নন তারা। তবে উরুগুয়ে ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, কাভানির চোট শুরুতে যতটা ভাবা হয়েছিল ততটা গুরুতর নয়। ফ্রান্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালে তাঁর খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়নি তারা।
পর্তুগালের সঙ্গে দুর্দান্ত দুই গোলে ম্যাচটা নিজের করে নিয়েছিলেন কাভানি। কিন্তু শেষ পর্যন্ত রোনালদোর কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাড়তে হয়েছে মাঠ। কাল দলের সঙ্গে অনুশীলনও করেননি, বাইরে ছিলেন। আগামী শুক্রবারেই ফ্রান্সের সঙ্গে প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠ নামবে উরুগুয়ে। কাভানি খেলতে না পারলে তাবারেজের জন্য সেটি হবে বড় একটা ধাক্কা।