"ব্রাজিল-ম্যাচ বেলজিয়ামের সোনালী প্রজন্মের সবচেয়ে বড় পরীক্ষা"
ছবি-মার্কা
বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’ বলা হয় তাদের দলকেই। হ্যাজার্ড, লুকাকু, ডি ব্রুইনদের নিয়ে গড়া একাদশ এবার কিছু একটা করে দেখাবে, এমন বিশ্বাস অনেকেরই। জাপানের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টারে পৌঁছেছে বেলজিয়াম, সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি বলছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাই তাদের সোনালি প্রজন্মের সবচেয়ে বড় পরীক্ষা।
২০১৪ বিশ্বকাপেও তাদের নিয়ে বাজি ধরেছিলেন অনেকেই। কিন্তু সেবার ও ২০১৬ ইউরোতেও ব্যর্থ ছিল ‘সোনালি প্রজন্ম’। সেই ব্যর্থতা ভুলে এবার নতুন ইতিহাস লিখতে চান কোম্পানি, ‘আসলে ‘সোনালি প্রজন্মের’ ট্যাগলাইনটা আমরা লাগাতে চাইনি, এটা আপনা আপনিই চলে এসেছে, এটা নিয়ে ভাবিও না। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আগে খারাপ খেলেছি ব্যাপারটা এমন না, কিন্তু আমাদের অনেক কিছু অর্জন করা বাকি। সেটা করতে হলে ব্রাজিলকে হারাতেই হবে। শুধু আমাদের জন্য না, ব্রাজিলের ফুটবলাররাও হয়ত ম্যাচটা নিয়ে একইভাবে ভাবছে।’
দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলকে হারানোর ব্যাপারে আশাবাদী কোম্পানি, ‘আমাদের দলে ক্লাব ফুটবলের সেরা কিছু ফুটবলার আছে। আমরা ব্রাজিলকে হারানোর ব্যাপারে শতভাগ আশাবাদী। এটা কতটুক বাস্তবসম্মত সেটা জানি না। ব্রাজিল দুর্দান্ত একটা দল, কিন্তু আমরা সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না, নিজেদের খেলা নিয়েই ভাবছি।’
গত ম্যাচে নেইমার ম্যাজিকেই জিতেছে ব্রাজিল। তবে শুধুমাত্র একজন নিয়েই বিশেষভাবে ভাবতে রাজি নন কোম্পানি, ‘ব্রাজিল দলগতভাবেই ভালো খেলে। তাদের সাথে জিততে হলে সবাইকে নিয়েই পরিকল্পনা করতে হবে, শুধু নেইমারকে নিয়ে ভাবলেই হবে না।’
আগামীকাল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। গতবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।