• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    পেনাল্টি মিসে কলম্বিয়ান ফুটবলারকে হত্যার হুমকি!

    পেনাল্টি মিসে কলম্বিয়ান ফুটবলারকে হত্যার হুমকি!    

     

    আন্দ্রেস এসকোবারের কথা মনে আছে? ১৯৯৪ বিশ্বকাপে তার আত্মঘাতী গোলেই বাদ পড়েছিল কলম্বিয়া। সেই আত্মঘাতীর গোলের কারণে তাকে গুলি করেই হত্যা করা হয়েছিল দেশে ফেরার পর। গতকাল ছিল সেই ঘটনার ২৪ তম বার্ষিকী। সেই দুঃস্মৃতিই যেন এবার খানিকটা ফিরে আসছে রাশিয়া বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে ট্রাইবেকারে পেনাল্টি মিস করা ম্যাটেউস উরিবে ও কার্লোস বাচাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে!

    ট্রাইবেকারে উরিবের শট লেগেছিল পোস্টে, বাচার শত ঠেকিয়ে দেন ইংলিশ কিপার পিকফোর্ড। তাদের দুইজনের পেনাল্টি মিসের কারণেই বাদ পড়তে হয়েছে কলম্বিয়াকে। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের সমালোচনা শুরু হয়েছিল জোরেশোরেই। কিন্তু এক পর্যায়ে সেই সমালোচনা রূপ নেয় হুমকিতে।

    ক্ষুব্ধ কলম্বিয়ান সমর্থকরা লিখেছেন, তারা বাচা কিংবা উরিবেকে দেশে ফেরত আসতে দেখতে চান না। তাদের হিসেবে, দুজনের বেঁচে থাকার আর অধিকার নেই! অনেকে তাদের দ্রুত মরণও কামনা করেছেন। তবে এমন মন্তব্যের প্রতিবাদে আবার অনেককে সেখানে পাল্টা মন্তব্য করতেও দেখা গেছে। তাদের মতে, পেনাল্টি মিসের জন্য এরকম হুমকি তাদের প্রাপ্য নয়।

     

     

    সমর্থকদের এমন হুমকিতে স্বভাবতই নড়েচড়ে বসেছে পুলিশ। হত্যার হুমকি দেওয়া লোকদের খুঁজে বের করা হবে বলেই জানানো হয়েছে। এর আগে জাপানের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখা কার্লোস সানচেজকেও মৃত্যুহুমকি দেওয়া হয়েছিল।

    ২৪ বছর আগে নিহত হওয়ার এসকোবারের ভাই সাচি কলম্বিয়ার ফুটবলারদের প্রতি এসব হুমকি নিয়ে খুবই চিন্তায় আছেন, ‘ফুটবল শান্তির খেলা। দিনশেষে এটা শুধু একটা খেলাই। হেরে যাওয়ার পর এসব হুমকি দেখে খারাপ লাগছে, ভয়ও হচ্ছে। আমার ভাইকে কোনো হুমকি দেওয়া হয়নি, তাকে সরাসরি গুলি করা হয়েছিল। যারা পেনাল্টি মিস করেছে তারা নিজেরাও কষ্ট পাচ্ছে। এখন তো তারা ও তাদের পরিবার ভয়ের মাঝে থাকবে। যারা এরকম হত্যার হুমকি দেয়, তারা সত্যিকারের ফুটবল ভক্ত না। এখন তো মনে হচ্ছে এসকোবারের মৃত্যু থেকে কেউ কিছুই শেখেনি।’

    এসকোবারের সেই দুঃস্মৃতি আর ফিরে না আসুক কলম্বিয়ান ফুটবলে, এমনটাই কামনা করছে ফুটবল বিশ্বের সবাই।